যেন নিজের সন্তান! ক্ষুধার্ত বানরকে আদর করে খাইয়ে দিলেন পুলিশ, বেনজির দৃশ্যে আপ্লুত নেটিজেনরা

প্রত্যুষা সরকার, কলকাতা: পৃথিবীর বুকে নানা রকম জীবের সন্ধান মেলে। কোনো কোনো জীবকে দেখা যায় আবার কোনো কোনো জীবের দেখা মেলে না খালি চোখে। তবে যেসব প্রাণী দের দেখা যায় তাদের মধ্যে শুধু মানুষ ভাষার মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করতে পারে। বাকি প্রাণীরা কথা বলার মত এই উপহার দ্বারা আশীর্বাদিত হতে না পারলেও ( Viral video )। তারা তাদের অনুভুতি, ভালবাসতে এবং যে কোনও মানুষের মতো অনুভব করতে পারে।

চ্যালেঞ্জে ভরা এই বিশ্বে, সেইসব প্রাণীদেরকে ঘৃণা করলেও, এখন এমন অনেক মানুষ আছেন যাদের প্রাণীদের প্রতি সদয় আচরণ বিশ্বকে অনুপ্রাণিত করে। এবং একই সাথে আশ্বস্ত করে যে এই বিশ্বে এখন প্রচুর ‘ভাল’ মানুষ রয়েছে ( Viral video )। এরকমই এক ভালো ও হৃদয়বিদারক ঘটনা ঘটতে দেখা গেল ইউপি ( UP )-তে।

img 20220614 200822

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে, একটি মা বানরকে ইউপি পুলিশের একজন কনস্টেবলকে ( UP Police ) আমের টুকরো খাওয়াচ্ছেন। ভাইরাল এই ভিডিওটি ইন্টারনেটে ব্যাপক ভাবে চর্চার বিষয় হয়ে উঠেছে। ভিডিওটি দেখে নেটিজেনরা বেশ কয়েকটি ইতিবাচক প্রতিক্রিয়াও করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওটি দেখা যাচ্ছে ইউনিফর্ম পরা একজন কনস্টেবল ( UP Police )তার জিপের কিনারে বসে বানরকে খাওয়ানোর জন্য আম কাটছে। বানরের পিঠে একটি বাচ্চা আছে। সে ধৈর্য ধরে কনস্টেবেলের অপেক্ষা করতে থাকে কখন যে ওই কাটা আম তাকে তুলে দেয়। আম দেখে আনন্দে আহার করছে মা বানর। কনস্টেবলকে অন্যদের জন্য পাশে কিছু ফালি ছুঁড়তেও দেখা গেছে। ১৭ সেকেন্ডের এই ভিডিওটি ইউপি পুলিশ তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন।

ভাইরাল খবরটি ইন্টারনেটে ট্র্যাকশন অর্জন করেছে এবং শেয়ার করার পর থেকে প্রায় ৫০.৫কে ( 50.5k ) ভিউ অর্জন করেছে। ভিডিওটি ( UP Police ) অনেককে তাদের মতামত প্রকাশ করতেও প্ররোচিত করেছে, একজন লিখেছেন “খুব ভালো। অনুপ্রেরণাদায়ক!” আরও একজন লিখেছেন, “টুইটারে সবচেয়ে ভালো জিনিস দেখা যায়! @Uppolice-কে হ্যাট অফ”। তৃতীয় একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা যেন আপনাদের সকলকে ঐশ্বরিক সুরক্ষা এবং শক্তি দিয়ে আশীর্বাদ করেন! ভাল কাজগুলি বহুগুণ বৃদ্ধি করুক!”




Leave a Reply

Back to top button