প্রেম করছেন ‘জুন আন্টি’! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কাকে জড়িয়ে ছবি তুললেন ঊষসী?

রিল লাইফে একেবারে ভিলেন, কিন্তু রিয়েল লাইফে খুব স্বতঃস্ফূর্ত। সিরিয়াল শেষ হয়েছে অনেকদিন। কিন্তু দর্শকের মন একেবারে গেঁথে বসে আছেন ঊষসী চক্রবর্তী (Ushashi Chakraborty) ওরফে ‘জুন আন্টি’ ( June Auntie )। এবার রিয়েল লাইফেই নাকি প্রেমে পড়েছেন ঊষসী। কিছুদিন আগেই সৃজিত মুখোপাধ্যায়ের এক্স=প্রেম দেখে জি ২৪ ঘণ্টার জন্য রিভিউ লিখতে বসে প্রথম লাইনেই অভিনেত্রী লেখেন,’সৃজিতের ছবি এক্স=প্রেম দেখে প্রথম কথা যেটা  লিখব, ছবি দেখে আবারও প্রেমে পড়তে ইচ্ছে করছে।’ 

ইতিমধ্যেই বাস্তব জীবনে ঊষসী তাঁর বাবার স্বপ্ন পূরণ করতে পিএইচডি করার পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। জুন আনটির মতো একসময় ঊষসীও পড়েছিলেন বিবাহিত পুরুষের প্রেমে। কিন্তু এই সম্পর্কের কোনও ভবিষ্যৎ নেই বুঝতে পেরে সরেও এসেছিলেন নিজেই। তবে আবারও হয়তো তাঁর জীবনে এসেছে প্রেম! এবার নাকি সত্যিই প্রেমে পড়েছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে প্রেমিক তাঁর থেকে বয়সে কিছুটা ছোট। কিন্তু দু’জনের মধ্যে রয়েছে বিশেষ মিল। দুজনেই শরীর চর্চা করতে ভালোবাসেন। 

june aunty 1

এদিকে তাঁর প্রফেশনাল লাইফ নিয়ে ধন্ধ অনেক। সম্প্রতি, একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ‘জুন আন্টি’ ( June Auntie ) এর পর কোনও ধারাবাহিক নিয়ে ভাবছেন কিনা প্রশ্ন করা হলে ঊষসী বলেন, আসলে এখনও বোধ হয় ‘জুন আন্টি’র থেকে বেরোতে পারেননি দর্শক। সেই কারণেই তিনি এখন নতুন কোনও ধারাবাহিকের কথা ভাবছেন না। হয়তো পুজোর পর থেকে ফের কাজ শুরু করবেন। তিনি চান তত দিনে অবশ্য দর্শকরাও তাঁর চরিত্রের কথা ভুলে যাবেন। 

ঊষসী নিজেই জানিয়েছেন তাঁর প্রেমিককে হতে হবে ঝকঝকে। তাঁর মতোই শরীরচর্চার প্রতি আগ্রহ থাকবে তাঁর প্রেমিকের। একই সাথে সেই পুরুষ হবেন সংবেদনশীল, রসিক, বুদ্ধিদীপ্ত ও ইমোশনাল। শোনা যাচ্ছে, সত্যিই আবারও প্রেমে পড়েছেন ঊষসী। তাঁর প্রেমিক নাকি তাঁর থেকে বয়সে অনেকটাই ছোট। তবে ঊষসী মনে করেন, মন থেকে কিছু চাইলে তা ব্রহ্মাণ্ড সামনে এনে উপস্থিত করে। ঊষসীর বর্তমান প্রেমিক তাঁর মতো শরীরচর্চার প্রতি আগ্রহী। ফলে ঊষসী ঠিক করেছেন, তাঁরা জিমে গিয়ে একসাথে শরীরচর্চা করবেন। এর ফাঁকে বেশ কিছুটা সময় একসঙ্গে কাটাতেও পারবেন তাঁরা। তবে, ব্যস এই অবধি।

june aunty 2

এর বেশি কিছু বলতে নারাজ ঊষসী জানালেন, তাঁদের মধ্যে নিছক বন্ধুত্ব রয়েছে। এই সম্পর্ককে প্রেম বলতে রাজি নন তিনি। তবে আগামী সময় কখনও যদি এই সম্পর্ক পরিণতি পায়, তাহলে নিশ্চয়ই আনুষ্ঠানিক ঘোষণা করবেন ঊষসী। ঊষসী তাঁর জীবনের এই পুরুষের সন্ধান পেয়েছিলেন শহরের একটি কাফেতে। ঊষসীর প্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয়েও ( Jadavpur University ) মাঝে মাঝেই একসাথে দেখা যায় তাঁদের। ইতিমধ্যেই দুজনে তাঁদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে যুগল ছবি শেয়ার করেছেন। এদিকে কানাঘুষো শোনা যাচ্ছে, ইন্দ্রাণী নামক একটি ধারাবাহিকের থেকে প্রস্তাব এসেছিল তাঁর! শুধু ‘ইন্দ্রাণী’ নয়, তিনটি নামী চ্যানেল থেকেও প্রস্তাব পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন – “যারা বেইমানি করে না!”, কাছের মানুষদের প্রশংসা করেও, কাকে ইঙ্গিতে ধুয়ে দিল মিঠাই?




Leave a Reply

Back to top button