১৪ বছরেই মা হয়েছিলেন ঐশর্য! ২৪ বছর পর নিজের মায়ের খোঁজে মুম্বাই পাড়ি ছেলের

শ্বশুড়বাড়িতে সুখের সংসার তাঁর। অভাব নেই কোনও কিছুরই। তারপরও জীবনে যে কখন ঝড় নেমে আসে তা মানুষ আগেভাগে কোনও দিনই বলতে পারে না। জীবনে যে কখনও সেরকম বিতর্কে জড়িয়েছেন এমনটা নয়। এক সময় ভর্তি ভর্তি ছবি করেছেন, বিশ্ব জুড়ে নিজের নাম তৈরি করেছেন। তারপর একটা সময় বাদ হয়ে উঠেছেন বচ্চন পরিবারের বৌমা। হ্যাঁ এত সময় ধরে কথা চলছিল ঐশর্য রাই বচ্চনের। সিনেপাড়ার এক উল্লেখযোগ্য মুখ। বিশ্ব সুন্দরীর খেতাব প্রাপ্ত অভিনেত্রী তথা মডেল। অনুরাগীদের মনে জায়গা করেছেন ‘দেবদাস’ ছবি থেকেই। 

তবে তাঁর এই রঙিন জীবনে ঘনিয়েছে কোনও এক গাঢ় অন্ধকার। ঐশর্য রাইকে নিজের মা বলে দাবি জানিয়েছেন এক ২৯ বছরের যুবক। শুনে নিশ্চয়ই অবাক হলেন? কিন্তু এটাই বাস্তব। যুবকের সেই দাবিকে ঘিরে যেন এক প্রকার শোরগোল বেঁধেছে নেটপাড়ায়। অভিনেত্রী মা বলে দাবি করা এই যুবকের বর্তমান বয়স ২৯। আপাতত ভাবে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা সে। নাম সঙ্গীত কুমার। যুবকের দাবি, মিস  ওয়ার্ল্ড জেতার ছ’বছর আগে তাঁর জন্ম। অর্থাৎ ঐশর্যের যখন ১৪ বছর বয়স ছিল তখন ১৯৮৮ সালে আইভিএফ পদ্ধতিতে সঙ্গীতের জন্ম। জন্মের পর থেকে তিনি দু’বছর অবধি তিনি নাকি ঐশর্যের বাবা-মায়ের কাছে ছিলেন। কিন্তু তারপর তিন বছর বয়স নাগাদ সঙ্গীতকে পাঠিয়ে দেওয়া হয় ভারতের অন্ধ্রের একটি এলাকায়। এরপর সেখানেই তার বড় হওয়া। 

aishwarya 1

অবশ্য তার এই আজব দাবিকে বাস্তব বলে মানতে রাজি নন অভিনেত্রীর অনুরাগীরা। সঙ্গীতের এই দাবির কোনও সত্যাতা প্রমাণের দলিল নেই। তবে যুবকের দাবি আত্মীয়দের প্ররোচনায় এতদিন নিজের মায়ের সঙ্গে দেখা করেননি যুবক। কিন্ত এখন আর নয়। প্রমাণের কোনও কাগজ না থাকলেও সমাজের সামনে সত্যি তুলে ধরতে তৈরি সে। তাঁর মা যে ঐশর্য এই দাবি থেকে অনড় ওই অন্ধ্রপ্রদেশের যুবক। তিনি চান যেন ঐশর্য তার সঙ্গে এসে থাকা শুরু করে। 

তবে এই প্রকার বিস্ফোরক দাবি করেই থেমে যাননি ওই যুবক। জানিয়েছেন, শীঘ্রই বচ্চন পরিবার থেকে তাড়িয়ে দেওয়া হবে ঐশর্যকে। যুবকের দাবি,  ঐশর্যকে ডিভোর্স দিতে চলেছেন অভিষেক। আর সে ডিভোর্স দিলেই ঐশর্যকে নিয়ে নিজের বাড়িতে চলে আসবেন যুবক।




Leave a Reply

Back to top button