কানে ব্যাথা? সম্ভবনা ফেস প্যারালাইসিসের! সুস্থ থাকতে দেখে নিন লক্ষণগুলি

সম্প্রতি একটি খবর শিহরণ জাগিয়েছে বিশ্ব জুড়ে। ভারতে অনুষ্ঠান করতে আসার আগেই যেন এক অজানা রোগে আক্রান্ত হয়ে পড়েন গায়ক জাস্টিন বিবার। বিশ্ব জুড়েই ছড়িয়ে রয়েছে তাঁর অনুরাগীরা। যথারীতি প্রিয় তারকার এমন ভয়ানক রোগে আক্রান্ত হওয়ার খবর মনে প্রশ্ন জাগিয়েছে তাঁদের। আপাতত চিকিৎসারত এই গায়ক। জানা গিয়েছে, রামসে হান্ট সিন্ড্রোম নামে একটি রোগে আক্রান্ত হয়েছেন তারকা। যার জেরে মুখের ডান দিক সম্পূর্ণ রূপে অসাড় হয়ে গিয়েছে। সেই কারণে আপাতত বন্ধ তাঁর সকল অনুষ্ঠান।
কিন্তু এবার প্রশ্ন হল কী এই রামসে হান্ট সিন্ড্রোম? চিকিৎসকদের মতে, এটি একটি ভ্যারিসেলা-জোস্টার ভাইরাস দ্বারা সৃষ্ট এক প্রকার স্নায়বিক রোগ। আর এই ভাইরাসের কারণেই কিন্তু চিকেনপক্স এবং শিঙ্গেলে রোগ হয়। রামসে হান্ট সিন্ড্রোমের কারণে রোগীর মুখে পক্ষাঘাত হতে পারে। তার পাশাপাশি রোগীর শ্রবণশক্তিও চলে যেতে পারে। চিকেনপক্স থেকে আরোগ্য লাভ করলেও এই ভাইরাস শরীরের মধ্যে থেকে যায়। কয়েকবছরের মধ্যে পুনরায় সক্রিয় হয়ে এই ভাইরাস সর্ব প্রথমেই মুখের স্নায়ুতে আঘাত হানে। স্নায়ুকে ক্ষতিগ্রস্থ করে, যার জেরে মুখের সেই দিকে পক্ষাঘাত দেখা যায়।
রামসে হান্ট সিন্ড্রোমের লক্ষণগুলি কী কী?
এই রোগে মূলত দুটি লক্ষণ রয়েছে – প্রথমত, একটা কানের চারপাশে, ভিতরে জলভরা ফোস্কা এবং লালচে ব়্যাশ এবং দ্বিতীয়ত, আক্রান্ত কানের পাশে মুখের দুর্বলতা অনুভব বা পক্ষাঘাত। এছাড়াও, আরও যে সকল উপসর্গগুলি এই রোগের ক্ষেত্রে দেখা যায় সেগুলি হল – কানে ব্যথা, শ্রবণশক্তি হ্রাস, কানে ভোঁ ভোঁ শব্দ, এক চোখ বন্ধ করতে অসুবিধা, মাথা ঘোরা বা ঝিমঝিমানি, স্বাদ চলে যাওয়া, শুষ্ক মুখ ও চোখ, মুখের দুর্বলতা, চোখের সমস্যা, ইত্যাদি।
প্রসঙ্গত, এই ভয়ানক রোগের নির্ণয় এবং চিকিৎসা দীর্ঘমেয়াদী হয়ে থাকে। সাধারণ ভাবেই অনবরত চিকিৎসার মধ্যে দিয়েই এই রোগে নিরাময় করা সম্ভব। গায়কের ক্ষেত্রেও বর্তমান পরিস্থিতি একই। অনবরত চিকিৎসার মধ্যে দিয়েই তাঁকে আরগ্যের দিকে এগিয়ে যেতে হবে।