‘তরুণ অভিনেত্রীরা আমার সাথে কাজ করতে চায় না….’ নিজের মুখে স্বীকার করলেন অনিল কাপুর

অনীশ দে, কলকাতা: বলিউডে এমন অভিনেতা আছেন যারা একই সময়ে নিজেদের অভিনয় জীবন শুরু করেছিলেন। বয়সজনিত কারণে অনেকেই অভিনয়ের পাঠ চুকিয়ে দিয়েছেন। তবে এমন অভিনেতারাও আছেন যারা এখনও চুটিয়ে কাজ করে যাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম অনিল কাপুর (Anil Kapoor)। বয়স ৬৫ হলেও মনেপ্রাণে তিনি এখনও ২৫। প্রায় ৪০ বছর ধরে অভিনয় জীবনের সাথে যুক্ত তিনি। তার আসন্ন ছবি যুগ যুগ জিও নিয়ে তার ভক্তরা ইতিমধ্যেই উচ্ছসিত। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী নিতু কাপুর (Neetu Kapoor)।

আসন্ন ছবির বক্স অফিস নিয়ে খুবই চিন্তিত অনিল (Anil Kapoor)। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে একের পর এক হিট ছবি দেওয়ায় একটু চাপ কম থাকলেও বিগ বাজেট সিনেমা হলে তা চিন্তায় ফেলে দেয়। এর আগেও অনেক ছবি নিয়ে টেনশনে ছিলাম কিন্তু নাম বলব না। অভিনয় জগতের সাথে এতদিন যুক্ত থাকলেও কোনোদিন ধর্মা প্রোডাকশন্সের সাথে কাজ করেননি অনিল।ধর্মার সাথে দীর্ঘদিন কাজ না করার পিছনে কি রয়েছে কোনও গুরুতর কারন?

anil kapoor 2

এর জবাবে অনিল জানিয়েছেন, না আসলে করণের বাবা হীরু ইয়াশ জোহর আমাকে একটি ফিল্মের জন্য প্রস্তাব দেন কিন্তু সেই মুহূর্তে নানা কারণে আমি ওই ছবিটা করতে পারিনি। পরবর্তীকালে সেই ছবিটির সাথে আমার মিস্টার ইন্ডিয়া ছবিটি মুক্তি পায়। এরপর তিনি হয়তো আমার উপর রাগ করেছিলেন। আমরা একসাথে কাজ করার জন্য অনেকবার দেখা করি তবে তখন সেটা হয়ে ওঠেনি। তবে শেষপর্যন্ত কাজটা হচ্ছে।

anil kapoor 3

নিতু কাপুরের (Neetu Kapoor) সাথে কাজ করার প্রসঙ্গে অনিল কাপুর জানান, ঋষিজির সাথে নিতুর প্রেম হওয়ার আগে থেকেই আমি ওকে চিনি। প্রথমবার ওর সাথে সেটে দেখা হয়। ওকে দেখে মনে হয় ও যেন আমাদের পরিবারের একজন। এটি নিতুজির কামব্যাক ফিল্ম তাই উনি এই ছবিতে খুব কষ্ট করেছেন। এছাড়াও আমার সাথে তরুণ অভিনেত্রীরা কাজ করতে চান না বলে আমার আগে খারাপ লাগত। তবে নিতুর সাথে কাজ করার পর সেই দুঃখ আমার ঘুচে গেছে।

ak 4

কিভাবে জীবিত থেকেও এভারগ্রীন হওয়া যায়, তা প্রমাণ করেছেন অনিল কাপুর। নিজের চিরসবুজ হওয়ার পিছনে কি কারন জানালেন অনিল? ঝাক্কাস অভিনেতা জানান, আমি ক্যারিয়ারের শুরুতেই নিজেকে বোঝাই যে আমি সারাজীবন নায়কের চরিত্রে অভিনয় করতে পারব না। আর সেই অনুযায়ী আমি আমার চরিত্রদের বাছাই করেছি। আমি বিবি নং ১, তাল, নো-এন্ট্রি, ওয়েলকাম, থার সব ধরনের ছবিতেই কাজ করেছি। এটা তো স্বাভাবিক যে আপনার বয়স অনুযায়ী আপনাকে চরিত্র বাছাই করতে হবে। আপনি যদি স্পেশাল এফেক্টস ব্যবহার করে নিজেকে নায়ক বানান তবে তা দীর্ঘস্থায়ী হবে না।

 

View this post on Instagram

 

A post shared by anilskapoor (@anilskapoor)




Leave a Reply

Back to top button