এ কি হচ্ছে রুকমার জীবনে! বিয়ের শেষে আংটি খেলায় বদলে গেল দুধের রঙ, নিমিষে স্তব্ধ চারপাশ

নতুন বছরের শুরু থেকে বাংলা ধারাবাহিকেই একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। পুরনো ধারাবাহিকে এসেছে নতুন মোড়। বদলে গেছে তাদের সময়। সিরিয়াল প্রেমীদের পছন্দের তালিকায় যুক্ত হয়েছে নতুন সিরিয়াল। সম্প্রতি, বাংলা ধারাবাহিক চ্যানেল জি বাংলাতে শুরু হয়েছে হাড় হিম করা এক ভৌতিক ধারাবাহিক ‘লালকুঠি’ ( Lalkuthi )। শুরু হতেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই ধারাবাহিক।

ধারাবাহিকের পুরোটাই একটা সাস্পেন্স। বাড়িতে ঘয়ে চলা অদ্ভুত ঘটনা গুলো কে ঘটাচ্ছে কেনই বা ঘটাচ্ছে সে ব্যপারে এখনো কিছুই জানা যায়নি ( Lalkuthi )। তবে সিরিয়াল দেখলেই বোঝা যাবে কোনও এক অজানা শক্তি যেন কাজ করছে সবার আড়ালে। বাড়িতে একজন অসুস্থ ব্যক্তিও আছে। যিনি ধারাবাহিকের প্রধান চরিত্র বিক্রম -এর দিদির ভূমিকায় দেখা যায়। তাঁর মুখ দিয়েই মাঝে মাঝে ওই অদৃশ্য শক্তির কথা শোনা যায়।

ruqma

লালকুঠিতে বিয়ে হয়েছে বিক্রম ( Rahul Arunodaya Banerjee ) অনামিকার ( Rooqma ray )। তার পর থেকেই বাড়িতে ঘটে চলেছে একের পর এক অদ্ভুত ঘটনা ( Lalkuthi )। কখনো উল্টো পায়ের ছাপ তো কখনো দুধের রং পরিবর্তন। তবে এসবের মধ্যে সুষ্ঠ ভাবে মিটে গেছে বিয়ের সমস্ত নিয়ম। আংটি খেলাই বসেই অনামিকা বলেছিল সে বৈশালী বৌদির ঘরে যাবে। তাঁকে তাঁদের বিয়ের খবর জানাতে।

কথা মত, বিক্রম অনামিকাকে বৈশালীর ঘরে নিয়ে যায় তাঁর সাথে দেখা করাতে। বৈশালীর সাথে কথা বলতেই সে বিক্রমের বিয়ের কথা বলে ( Lalkuthi )। বেড়িয়ে আসে আরও এক অজানা তথ্য। জিনি নামে একটি মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল বিক্রমের। আর সেই বিয়েটা দেয়ার কথা ছিল বিক্রমের দিদি শেলি ওরফে বৈশালীর। এরপর, অনামিকাকে বিয়ের কথা শুনতেই রেগে চেয়ার থেকে উঠে পরে বৈশালী। আস্তে আস্তে এগিয়ে যায় অনামিকার দিকে। যেন এখনি মারবে সে অনামিকাকে ( Lalkuthi )। বুঝতে পেরেই বৈশালীকে আটকাই বিক্রম। এরপর, বিক্রম এর একটু অন্যমনস্ক তাই অনামিকাকে মারতে গিয়েও থেকে গেল বৈশালী। তবে কি নতুন কোনো রহস্যের সন্ধান পেল বৈশালী। অনামিকার মধ্যেই কি দেখতে পেল অন্য কোন রহস্যের ছায়া।




Leave a Reply

Back to top button