সন্ধ্যার আয়োজনে সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধাজ্ঞাপন মিঠাইয়ের! নাচের মাধ্যমেই মঞ্চে ছড়াল তাঁর উষ্ণতা

বাংলা সিরিয়ালের মুখ বলতে যদি কারোর কথা মাথায় আসে তা হলে সে আর কেউই নয় সকলের প্রিয় মিঠাইরাণী ( Mithai )। জি বাংলার অন্যতম চরিত্র, যেমন নাম তেমন কাজ। নিজের মিষ্টি অভিনয় দিয়েই সকলের মনে জায়গা করে নিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। আজকাল সর্বদা লাইমলাইটে তিনি। শুধুই মোদক পরিবারের পর্দায় নয়, তাঁকে এখন দেখা যায় নানা অনুষ্ঠানেও। কিছু সপ্তাহ আগেই দাদাগিরি মঞ্চ কাঁপিয়ে গেছে মিঠাইরাণী। কোমর দুলিয়েই মন ভুলিয়েছে সকল দর্শকের। 

তাঁর নাচ মন মাতিয়ে যায় বাঙালির দাদারও। আনন্দে নিজের স্ত্রী-কে সঙ্গী করে রোম্যান্টিক নাচে মেতে ওঠেন সৌরভ-ডোনা। যা দেখে রীতিমতো আনন্দে আত্মহারা হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। সৌরভ গাঙ্গুলির রোম্যান্টিক নাচ যেন চক্ষু ভরিয়ে দেয় তাঁর অনুরাগীদের। এ প্রসঙ্গে অনেক নেটিজেনদের দাবি, এই সবই মিঠাইরাণীর কামাল। মোদক পরিবারের মতো সে যে কোনও অনুষ্ঠানে গিয়ে নিজের মধ্যে থাকা আনন্দকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে জানে। 

তাই হয় তো আজ এত গুলো পর্বের পরও একইভাবে মানুষের মন জুগিয়ে রেখেছে মিঠাই। উল্লেখ্য, এদিন আবার মোদক পরিবারের চার দেওয়ালে বাইরে দেখা যায় মিঠাইকে। সদ্য টিভির পর্দায় আয়োজিত হল টেলি আকাডেমি অ্যাওয়ার্ড ২০২২। এক ঝাঁক রঙিন তারকাদের ঘিরে আয়োজিত এই অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন  নাচে-গানে মঞ্চ মাতিয়ে রেখেছিলেন কলাকুশলীরা।

 

View this post on Instagram

 

A post shared by Sarkari Tech (@sarkaritech)

সন্ধ্যার আয়োজনে প্রয়াত কিংবদন্তী সন্ধ্যা মুখোপাধ্যায়কে অভিনব উপায়ে শ্রদ্ধা জ্ঞাপনের ব্যবস্থা করেন তারকারা। নাচ-গানের মধ্যে দিয়েই চলে ‘সন্ধ্যা’র পর্ব. তাঁর জনপ্রিয় গানে নেচে ওঠেন বাংলা ছোট পর্দার কলাকুশলীরা। সন্ধ্যা মুখোপাধ্যায়ের ‘এ শুধু গানের দিন’ গানটিতে চলে নাচের আয়োজন। বাংলা সিরিয়ালের দুই অন্যতম মুখ মিঠাই ও পিলু ডুয়েট নাচে মন ভরে দর্শকদের। পরনে লাল ও হলুদ শাড়ি মাথায় গোঁড়া লাল ফুল। মিঠাই-পিলুর নাচ দর্শকদের যেন এক ধাক্কায় এনে দিল নব্বইয়ের দশকে। একটা প্রেমের মুহূর্তে। আজকের তিলোত্তমায় বসে একটা ভালবাসার  মুহূর্তে। মিঠাইয়ের দুর্দান্ত পারফরমেন্স মন টেনেছে দর্শকদের। নেটিজেনদের কাছ থেকেও মিলেছে অনেক অনেক ভালোবাসা। 




Leave a Reply

Back to top button