Mithun Chakraborty : মোটা শরীর তাতে কি! সিনে জগতের হ্যান্ডসাম হাঙ্কদের টপকে মিঠুনের জামাই হলেন অম্বরীশ

বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিত অম্বরীশ ভট্টাচার্য । ছোট পর্দা থেকে বড়পর্দা বিনোদন জগতের দুই জায়গায় তার নিজের অস্তিত্ব বিশাল আকারে। সেন্স অব হিউমার কিংবা তুখোড় সরল সাবলীল অভিনয় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে দর্শকমহলে রাজত্ব করে যাচ্ছেন।
বিশেষ উল্লেখ্য সব মিলিয়ে এখন সময়টা বেশ ভালোই যাচ্ছে বাংলার এই তুখর অভিনেতার। কারণ কিছুদিন আগেই তিনি অমিতাভ বচ্চনের সাথে স্ক্রিন শেয়ার করেছেন । এখন আবার ঘনিষ্ঠ মহল সূত্রে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি বাংলার ফাটাকেষ্ট ওরফে মিঠুন চক্রবর্তীর জামাই হবেন অভিনেতা অম্বরীশ।
তাহলে বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যেই পর্দায় মিঠুন চক্রবর্তীর জামাই হতে চলেছেন অম্বরীশ ভট্টাচার্য। সিনেমার নাম ‘প্রজাপতি। আর সেই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বে থাকছেন অভিনেতা প্রযোজক। সিনেমাত মিঠুনের মেয়ের চরিত্রে অভিনয় করবেন কনীনিকা ব্যানার্জী। যিনি টলিউড এ জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিত। ‘চকলেট’ সিনেমার বহুদিন পর এই সিনেমার হাত ধরে আবার দেখা যাবে বড় পর্দায় কনীনিকাকে।
তবে তার চেয়েও অম্বরীশ আরো বেশি উচ্ছসিত মিঠুন চক্রবর্তীর সাথে স্ক্রিন শেয়ার করে খবরে।তিনি নিজ মুখে তা স্বীকার করেছেন সম্প্রতি কিছু প্রেস কনফারেন্সের মাধ্যমে। বলাই বাহুল্য তার সকল ভক্তকূল এবার তাকে নতুন রূপে দেখার জন্য উচ্ছসিত।