Partha Chatterjee: চারিদিকে নোটের পাহাড়! Raid সিনেমার ক্যামেরা যেন ঘুরে গিয়েছে পার্থ-অর্পিতার দিকে

ঠিক যেন রেইড সিনেমার নাটকীয় দৃশ্য। রেড সিনেমায় যেমন একজন আয়কর ডেপুটি কমিশনার অমে পট্টনায়েক রামেশ্বর সিং- এর বাড়িতে হাজির হয়েছিলেন। ঠিক যেভাবে ছক কষে একে একে খুঁজে বের করেছিলেন প্রমাণ। একই দৃশ্যের পুনর্নির্মাণ যেন এই বাংলার বুকে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ১৪টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইডির অভিযান চলে দিনভর।

তখন ও ঘুম ভাঙেনি শহর কলকাতার।২১ শে জুলাইয়ের হ্যাঙ্গ ওভার কাটতে তখনও দেরী আছে। ঠিক তখনই একই সঙ্গে গোটা বাংলা দাপিয়ে বেড়াচ্ছে কয়েকজন সুটেড-বুটেড লোক, এনফোর্সমেন্ট ডিরেক্টর। সহজ ভাষায় ইডি। একের পর এক জায়গায় তন্ন তন্ন করছে চলছে তল্লাশি।প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাক তলার বাড়িতে তখন শান্তির ঘুমে মগ্ন। কয়েকজন অচেনা লোকের হানায় হঠাৎই ঘুম ভাঙল বাংলার মহাসচিবের।একে একে সরিয়ে দেওয়া হল নিকটবর্তী সকল। বদ্ধ ঘরে টান টান উত্তেজনায় কাটে সাতাশ ঘন্টা। বাইরে পুলিশের কড়া পাহারা। একটি মাছিও গলার উপায় নেই। জেরার মুখে মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। তবু মেলেনি রেহাই। মেডিকেল টিমের উপস্থিতিতে চলে জেরা। আইনজীবীরা এলেও ধীরে ধীরে সরিয়ে দেওয়া তাদের। জিজ্ঞাসাবাদে একা বিপক্ষ সৈনিকের মতো লড়াই চালাচ্ছিলেন। কিন্তু কতক্ষণ?

একে একে উঠে আসে বিস্ফোরক তথ্য।হঠাৎই ক্যামেরার ফোকাস যেন সরে যায় পার্থ চট্টোপাধ্যায় থেকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটির বাড়ির দিকে। কিন্তু এত অবিশ্বাস্য কান্ড কোনওদিন কল্পনাও করেনি বঙ্গবাসী। ঠিক যেন হিন্দি সিনেমার রোমাঞ্চকর দৃশ্য। যেভাবে রেড সিনেমায় মন্ত্রীর ছাদ ভেঙে অজস্র সোনার পাত, গয়না উদ্ধার হয়েছিল। দেওয়াল, থাম ভেঙে পাওয়া যায় কোটি কোটি টাকা। সেই অবিকল একই দৃশ্য তৈরি হল অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে। আয়নার পিছন থেকে বস্তায় বস্তায় পাওয়া গেল টাকার স্তুপ। টাকা গুনতেই লাগল তিনটি মেশিন। এমনকি শুধু টাকাই নয়, ২০ টি আই ফোন, পাশপাশি বিদেশি মুদ্রা, সোনা,গুরুত্বপূর্ণ নথিও, ১০ টি জমির দলিল। তাজ্জব দৃশ্য! এতো সম্পদ বাংলার মানুষ এর আগে দেখেনি।এই টাকার উৎস কি? কোন কোন রাঘব বোয়ালের নাম জড়িত এতে? এই সব প্রশ্ন টগবগিয়ে ফুটছে মানুষের মনে ।

img 20220723 154223

এরপর সিনেমার দৃশ্যের মতোই গ্রেপ্তার হলেন পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে। এরপর ঘটনা কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে বাংলার মানুষ।




Back to top button