IPL 2021 : দুবাইয়ে মুখোমুখি হায়দ্রাবাদ-রাজস্থান, Dream 11-এ নজর কোন প্লেয়ারদের উপর

জমে উঠেছে চলতি মরসুমের আইপিএলের দ্বিতীয় সিজন। এদিকে দ্বিতীয় পর্বের ১৪তম ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস। ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে এই খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ও হটস্টারে।

 

হায়দ্রাবাদের টিমে কারা থাকছে

 

এদিকে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের টিমে থাকছে ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো (উইকেট কিপার), মনিশ পান্ডে, শ্রীভাৎস গোস্বামী, ঋদ্ধিমান সাহা, প্রিয়াম গর্গ, বিজয় শংকর, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, বিরাট সিং, মিচেল মার্শ, জেসান হোল্ডার, মোহাম্মদ নবী, রাশিদ খান, শাহবাজ নাদিম, ভুবনেশ্বর কুমার, টী নটরাজন, সন্দীপ শর্মা, খালিল আহমেদ, সিদ্ধার্থ কল, বসিল থাম্পি, জগদীশ সূচিত, কেদার যাদব, মুজিবুর রহমান।

 

কারা থাকছে রাজস্থানের টিমে

অন্যদিকে রাজস্থান রয়্যালসের টিমে থাকছে যশস্বী জাসওয়াল, লাইম লিভিংস্টোন, সঞ্জু স্যামসন (অধিনায়ক /উইকেট-রক্ষক), ডেভিড মিলার, মহিপাল লমরোর, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, কার্তিক ত্যাগী, চেতন সকারিয়া, তব্রাইজ শামসি, মুস্তাফিজুর রহমান, জয়দেব উনাদকট, ক্রিস মরিস, মানান ভোড়া, এভিন লুইস, শ্রেয়াস গোপাল, কেসি কারিয়াপ্পা, গ্লিন ফিলিপস, শিভাম দুবে, ওসমান থমাস, মায়ানক মারকান্ডে, অনুজ রাওয়াত, জেরাল্ড কর্টজী, কুলদীপ যাদব, আকাশ সিং।

Dream 11-এ নজর কাড়তে পারেন কারা

তবে সানরাইজার্সের হয়ে মাঠে দেখা যাবে ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেট-রক্ষক), কেন উইলিয়ামসন, বিরাট সিং, বিজয় শংকর, অভিশেক শর্মা, কেদার যাদব, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, খালিল আহমেদকে। অন্যদিকে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে দেখা যাবে যশস্বী জয়সওয়াল, লাইম লিভিংস্টোন, সঞ্জু স্যামসন (অধিনায়ক /উইকেট-রক্ষক), ডেভিড মিলার, এভিন লুইস, রিয়ান পরাগ, রাহুল তেওয়াতিয়া, ক্রিস মরিস, কার্তিক ত্যাগী, চেতন সাকরিয়া, মু




Back to top button