Vaani Kapoor : ফ্লপ সিনেমা করেও বি-টাউনে দিব্যি বিলাসিতায় দিন কাটছে বাণীর! নেপথ্যে কি কোনও ‘বিশেষ বন্ধু’?

নেহা চক্রবর্ত্তী, কলকাতা : সময় এগিয়ে চলার সাথে সাথে অনেক বলিউড অভিনেতা অভিনেত্রীদের নামও ভুলে যান দর্শকরা। কারণ একটাই, তারা বেশি কাজ করতে পারেননি ইন্ডাস্ট্রিতে। আজও সেরকমই একজন অভিনেত্রীর কথা মনে করিয়ে দিতে হবে দর্শককে। ২০১৩ সালে যশরাজ ফিল্মসের হাত ধরে ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হয়েছিল অভিনেত্রী বাণী কাপুরের( Vaani Kapoor )। অভিনয় করেছিলেন ‘শুদ্ধ দেশি রোম্যান্স’-এও। বক্স অফিসে বেশ ভালই চলেছিল ছবিটি। তবে অভিনয়ের খামতি নাকি অন্য কারণে বিশেষ করে আলাদা ভাবে নজর করতে পারেননি বাণী। প্রথম ছবির পরেই বলিউড ( bollywood industry )থেকে উধাও হয়ে যান তিনি। ক্রমে দর্শকও ভুলে গিয়েছিলেন তাঁকে।
এরপর বাণী কামব্যাক করেছিলেন তিন বছর পর। আদিত্যের পরিচালনায় ‘বেফিকরে’-র নায়িকা হিসেবে আবার অভিনয়ে পা রেখেছিলেন তিনি। ২০০৮ সালে ‘রব নে বনা দি জোড়ি’র পর এই ছবিটি পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন রানি মুখোপাধ্যায়ের ( Rani Mukherjee ) স্বামী। কিন্তু বক্স অফিসে পুরোপুরি ভাবে ফ্লপ হল বাণীর দ্বিতীয় হিন্দি ছবি।
পরপর দু’টি ফ্লপ। কিন্তু তাতে থামেননি অভিনেত্রী। বড় বাজেটের ছবিতে আবার পেয়েছিলেন সুযোগ। যশরাজ ফিল্মস পরিচালিত ২০১৯ সালে হৃতিক রোশন এবং টাইগার শ্রফের সঙ্গে ‘ওয়ার’-এ অভিনয় করলেন অভিনেত্রী বাণী। বক্স অফিসেও ছবিটি সফল হল। কিন্তু সেই সাফল্যের পিছনে নায়িকার অবদান কতটা, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এরপর আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থার বাইরে গিয়েও দু’টি ছবি করেন তিনি। তাতেও তাঁর কেরিয়ারের উপর প্রভাব বিশেষ ভাবে পরেনি বলা চলে।
কিন্তু বিশেষ কোনও কাজ না করেও ন’বছর ধরে বলিউডে দিব্যি টিকে রয়েছেন নায়িকা বাণী। কিভাবে সেই প্রশ্নের উত্তরে অনেকেই বলেন, বাণীর প্রতি নাকি দুর্বল আদিত্য। কাজের সূত্র ধরেই নাকি ‘বিশেষ’ বন্ধুত্ব গড়ে উঠেছে তাদের মধ্যে। যদিও এসব গুঞ্জন পাত্তা না দিয়ে বাণী বলেন, আদিত্য তাঁর গুরু।