অভিনয় ছেড়ে ব্যবসায় নামেন, আজ ৮২০ কোটি টাকার সাম্রাজ্য অভিনেত্রী আশকা গোডারিয়ার

একতা কাপুরের সহকারি হিসেবে ক্যারিয়ারে শুরু। এরপর অভিনেত্রী। শেষে ব্যবসায়ী।

শিল্পপতি মানেই কি পুরুষ? এই ধারণা ভেঙে চুরমার করে দিয়েছেন সুগার কসমেটিক্সের বিনীতা সিং, এমকিউর-র নমিতা থাপাররা। মেয়েরাও যে কোনও অংশে পিছিয়ে নেই, তার হাতেগরম উদাহরণ এঁরাই। এই তালিকায় নয়া সংযোজন আশকা গোরাডিয়া। একা হাতে প্রসাধনী দুনিয়ায় গড়ে তুলেছেন ৮২০ কোটি টাকার সাম্রাজ্য।

আশকার জীবন শেয়ার বাজারের মতোই বৈচিত্রময়। কখনও উত্থান তো কখনও পতন। ক্যারিয়ারের শুরুতে ছিলেন প্রযোজক একতা কাপুরের সহকারি। সেখান থেকে নিজেকে গড়ে তোলেন অভিনেত্রী হিসেবে। হয়ে ওঠেন টেলি দুনিয়ার পরিচিত মুখ। কিন্তু ব্যক্তিজীবনে সম্পর্কের টানাপোড়েনে দমবন্ধ হয়ে আসছিল।

Aashka Godaria,Actress,Business,Renee Cosmetics

প্রায় দশ বছরের প্রেম। বিয়ে-সংসারের স্বপ্ন ছারখার করে মুখ ফিরিয়ে নেন প্রাক্তন প্রেমিক। ভেঙে পড়েছিলেন আশকা। আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেছিল। টুকটাক অভিনয়, রিয়্যালিটি শো করছিলেন, কিন্তু মন বসাতে পারছিলেন না। ভবিষ্যতের চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছিল তাঁকে। এক পর্যায়ে সব ছেড়েছুড়ে ব্যবসা শুরু করলেন। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি আশকাকে।

২০২১ সালে অভিনয়জীবন থেকে পাকাপাকিভাবে বিদায় নেন। তারপর দু’বছরে ব্যবসা জগতে গড়ে তোলেন নিজস্ব পরিচিতি। তৈরি করেন ‘রেনে কসমেটিক্স’। প্রসাধনী ব্যবসায় নামেন ২০২০ সালে। সেই সময় তিনি অভিনয় করছেন। পাশাপাশি ব্যবসাও শুরু করেছিলেন। কিন্তু কোনটাকে বেশি গুরুত্ব দেবেন, মনস্থির করতে পারেননি। পরবর্তীকালে তাঁর কলেজের দুই বন্ধু প্রিয়ঙ্ক এবং আশুতোষও রেনে-তে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। আশকাও অভিনয় ছেড়ে মনোনিবেশ করেন ব্যবসায়।

দুই বন্ধুকে সঙ্গে নিয়ে রেনে কসমেটিক্সের ভোলবদলে দেন আশকা। ব্যবসা দাঁড় করাতে উদয়াস্ত পরিশ্রম করেন। তাতেই মিলেছে সাফল্য। বর্তমানে আশকা রেনে কসমেটিক্সের ডিরেক্টর। কোম্পানির বাজারমূল্য ৮৪০ কোটি টাকা। অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রায় রেনে কসমেটিক্সের পণ্য কিনতে পাওয়া যায়। দেশ জুড়ে রয়েছে ৬৫০টি বিপণি। অদূর ভবিষ্যতে কোম্পানির বাজারমূল্য আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।




Leave a Reply

Back to top button