ইনি ‘বাংলার বিলিওনিয়ার বাবুমশাই’, ৫৭ হাজার কোটি টাকার সম্পত্তি, পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি

মারোয়ারি পরিবারে জন্মেও আদ্যন্ত বাঙালি।

ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে? এক সুরে সবাই একটা নামই নেবেন, মুকেশ আম্বানি। কেউ কেউ গৌতম আদানির কথাও বলতে পারেন। বর্তমানে তিনিই ভারতের উদীয়মান বিলিওনিয়ার।  সম্পদে আম্বানিকে সমানে সমানে টক্কর দিচ্ছেন। হয়ত অদূর ভবিষ্যতে ছাড়িয়েও যাবেন। কিন্তু যদি জিজ্ঞেস করা হয়, বাংলার সবচেয়ে ধনী ব্যক্তি কে? এই প্রশ্নে হয়ত অনেকেই মাথা চুলকোবেন। কারণ তাঁকে নিয়ে খুব একটা কথা হয় না। তবে তাঁর কোম্পানির নাম সবাই জানেন।

পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন বেণু গোপাল বাঙ্গুর। শ্রী সিমেন্টের চেয়ারম্যান। অনেকে তাঁকে ‘বাংলার মুকেশ আম্বানি’-ও বলেন। সম্পত্তির পরিমাণ ৫৭ হাজার কোটি টাকা। শুধু পশ্চিমবঙ্গ নয়, তিনি ভারতের সবচেয়ে বয়স্ক বিলিওনিয়ার। বর্তমানে তাঁর বয়স ৯২ বছর। তবে এখনও কর্মক্ষম।

Benu Gopal Bangur,Shree Cement,West Bengal,Richest Man

১৯৩১ সালে মারোয়ারি পরিবারে জন্ম বেনু গোপালের। তবে আদ্যন্ত বাঙালি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। পড়াশোনা শেষ করে যোগ দেন পারিবারিক ব্যবসায়। বেনু গোপালের দাদু মুঙ্গি রাম বাঙ্গুর ছিলেন স্টক মার্কেটের ব্রোকার। তিনিই শুরু করেন ব্যবসায়। পরবর্তীকালে তাঁকেই অন্য উচ্চতায় নিয়ে যান বেনু গোপাল।

১৯৯১ সালে ব্যবসাকে ৫ ভাগে ভাগ করে দেন মুঙ্গি রাম। এক ভাগের অংশীদার হন বেনু গোপাল। সেই সময় থেকেই তিনি শ্রী সিমেন্ট চালাচ্ছেন। বিখ্যাত ম্যাগাজিন ফোবর্সের প্রতিবেদন অনুযায়ী, ১৭ জুলাই পর্যন্ত বেনু গোপালের মোট সম্পদের পরিমাণ হল ৬.৭ বিলিয়ন ডলার বা ৫৭ হাজার কোটি টাকা। বর্তমানে শ্রী সিমেন্টের বাজার মূলধন ৮৯,৭৫০ কোটি টাকা। শুধু তাই নয়, শ্রী সিমেন্টে ভারতের তৃতীয় বৃহত্তম সিমেন্ট কোম্পানি। ২০১০ সাল থেকে কোম্পানির রাজস্ব চার গুণ বেড়েছে।

কলকাতার একটি বিলাসবহুল বাংলোয় থাকেন বেনু গোপাল। ৫১ হাজার বর্গফুটের রাজকীয় বাংলোয় বাস। স্ত্রী গত হয়েছেন। দুই ছেলে। বর্তমানে শ্রী সিমেন্ট চালাচ্ছেন বেনু গোপালের বড়ছেলে হরি মোহন বাঙ্গুর। আইআইটি থেকে স্নাতক হয়ে ১৯৯০ সালে বাবার ব্যবসায় যোগ দেন। সম্প্রতি অন্ধ্র প্রদেশের একটি সিমেন্ট প্ল্যান্টেও ব্যাপক বিনিয়োগ করেছে শ্রী সিমেন্ট।




Leave a Reply

Back to top button