বঙ্গের আবহাওয়ায় দুর্যোগের ইঙ্গিত! ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে

বাড়বে দক্ষিণবঙ্গে! জেলায় জেলায় দুর্যোগের আভাস

পূর্বাশা, হুগলি: মেঘ ও বৃষ্টির দ্বৈরথ পশ্চিমবঙ্গে। বিগত কয়েকদিন ধরেই বাংলার জেলায় জেলায় চলছে বৃষ্টি। আকাশের মুখভারের দোসর বৃষ্টির ছাঁট। স্যাঁতসেঁতে ওয়েদারে ক্লান্ত বঙ্গবাসী। তবে এখানেই শেষ নয়। ফের দুর্যোগ বাড়তে চলেছে বঙ্গে। রাজ্য জুড়ে দেখা দিচ্ছে বিপর্যয়ের ভ্রুকুটি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা থেকে জেলায় জেলায়।

West Bengal,Weather,WB weather,Rain,Rain orecast,Heavy rain,Weather update

আবহাওয়া দপ্তরের তরফে জানা যাচ্ছে, শনিবার
থেকে বৃষ্টি বাড়বে বঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে
দুই দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, মালদা ও দুই দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টি। পাশাপাশি, দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

West Bengal,Weather,WB weather,Rain,Rain orecast,Heavy rain,Weather update

কলকাতার আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামী দুই একদিনের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গে দেখা যেতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের রেশ। এছাড়া, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রর্তাজনিত অস্বস্তি বাড়বে। অতএব আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আরও বেশ কিছুদিন আবহাওয়ার দুর্যোগে পড়বে পশ্চিমবঙ্গ।




Leave a Reply

Back to top button