বাংলায় ৬০০ কোটি র বিনিয়োগ করছে বার্জার, পানাগড়ে হবে কারখানা, হাজারের বেশি চাকরি

বর্তমানে রিষড়া এবং সিঙ্গুরে বার্জারের দুটি কারখানা আছে। সেগুলিরও সম্প্রসারণ করা হবে

বাংলায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করছে বার্জার পেন্টস। পানাগড়ে তৈরি হবে রঙের কারখানা। এতে প্রায় ১০০০ জনের কর্মসংস্থান হবে। অপ্রত্যক্ষভাবে কাজ পাবেন আরও অনেকে। প্রসঙ্গত, বর্তমানে রিষড়া এবং সিঙ্গুরে বার্জারের দুটি কারখানা আছে। সেগুলিরও সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন বার্জারের ম্যানেজিং ডিরেক্টর অভিজিৎ রায়।

২০২৩-২৪ সালে একশো বছর পূর্ণ করবে বার্জার পেন্টস। সেই সময়ের মধ্যে ব্যবসাকে ১০ হাজার কোটি টাকায় পৌঁছে দেওয়াই সংস্থার লক্ষ্য। ২০২০-২১ সালে ৬,৮০০ কোটি টাকার ব্যবসা করেছে কোম্পানিটি। বর্তমানে রঙের বাজারের ২০ শতাংশ বার্জার পেন্টসের দখলে।

Berger Paints,Investment,West Bengal,Panagarh

শুক্রবার বার্জার পেন্টসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যোগ দেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অভিজিৎ রায়। তিনি বলেন, ‘পানাগড় শিল্পপার্কে কারখানা গড়ে তোলা হবে। আগামী সাত-আট মাসের মধ্যে নির্মাণকাজ শুরু হয়ে যাবে। দু’বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে কাজ’। এই কারখানায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। এই কারখানায় তৈরি হবে রং এবং অন্যান্য রাসয়নিক পণ্য।

অন্যদিকে রিষড়ার কারখানায় আরও ১২০-১৩০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন অভিজিৎবাবু। এই টাকায় কারখানার সম্প্রসারণের কাজ হবে। একইভাবে সিঙ্গুরের কারখানার জন্য বিনিয়োগ করা হচ্ছে ৭০ কোটি টাকা।

ফ্রান্স এবং সুইজারল্যান্ডের রঙের বাজার ধরার জন্যেই ঝাঁপাচ্ছে বার্জার পেন্টস। বর্তমানে বিদেশে প্রায় ৩৫০ কোটি টাকার ব্যবসা ছড়িয়ে রয়েছে কোম্পানির। সেটাকে ৫০০ কোটিতে নিয়ে যাওয়াই লক্ষ্য অভিজিৎবাবুর। পাশাপাশি পলি ইউরিয়া তৈরির জন্য একটি জার্মান সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বার্জার। সেই পণ্য নির্মাণের কাজও চলছে।




Leave a Reply

Back to top button