মিস ওয়ার্ল্ড জাপানের’ সঙ্গে পারিবারিক যোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর! কিভাবে? জেনে নিন

'মিস ওয়ার্ল্ড জাপান' প্রিয়াঙ্কা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘরোয়া সদস্য। জানুন তাঁর পরিচয়

পূর্বাশা, হুগলি: ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করে ভারতবর্ষ। ভারত স্বাধীন হতে বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর আসনে বসেন প্রফুল্ল ঘোষ। এই প্রফুল্ল ঘোষের প্রপৌত্রী প্রিয়াঙ্কা ইয়োশিকাওয়া এখন ‘মিস ওয়ার্ল্ড জাপান’। সুন্দরী প্রিয়াঙ্কার জন্ম টোকিওতে হলেও তাঁর সঙ্গে নাড়ির টান বাংলার।

West Bengal,Bengal news,Bengal update,Chief Minister,Miss world japan,Priyanka yoshikawa

পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষের ভাইপো
-এর ছেলে ছিলেন অরুণ ঘোষ। তিনি ১৯৮৫ সালে
জাপানে যান। সেখানে তাঁর সঙ্গে বিয়ে হয় জাপানি
বান্ধবী নাওকোর। ১৯৯৪ তে টোকিওয় জন্ম নেন প্রিয়াঙ্কা। অর্থাৎ তাঁর মা জাপানি হলেও বাবার সূত্র ধরে কলকাতার সঙ্গে যোগ রয়েছে তাঁর। বাঙালির আদর্শ ভালোবাসেন প্রিয়াঙ্কা। সত্যজিত, রবীন্দ্রনাথ
তাঁর পছন্দের তালিকায়। তাঁর বাবা ভারতীয় হওয়ায় মনে প্রাণে গর্ব হয় প্রিয়াঙ্কার।

West Bengal,Bengal news,Bengal update,Chief Minister,Miss world japan,Priyanka yoshikawa

ছোট থেকে মডেলিংয়ে ঝোঁক থাকায় ১৭ বছর বয়সে মডেলিং শুরু করেন তিনি। ক্রমে নিজের দক্ষতা ও যোগ্যতায় তিনি অর্জন করেন ‘মিস ওয়ার্ল্ড জাপান’- এর খেতাব। শুধু তাই নয়, মেডিক্যাল মিশন থেকে জংলি হাতি প্রশিক্ষণ এমনকি কিক বক্সিংয়েও সিদ্ধহস্ত তিনি।




Leave a Reply

Back to top button