৪০০ কোটি মানুষ ভুগবে জল সংকটে, ভারতের অবস্থা কোথায়? এই শহরগুলিতে পরিস্থিতি গুরুতর

জলই জীবন। এটাই সত্য। কিন্তু জল সংরক্ষণে কতটা সচেষ্ট মানুষ?

জলই জীবন। এটাই সত্য। কিন্তু জল সংরক্ষণে কতটা সচেষ্ট মানুষ? এই প্রশ্ন উঠবেই। রাস্তাঘাটে খোলা ট্যাপকল। অবিরাম পড়ছে জল। খুব পরিচিত দৃশ্য। বাড়িতেও এমন ছবি দেখা যায়। এই অসচেতনতাই চিন্তার। এর মধ্যেই জল সংকট নিয়ে নতুন তথ্য সামনে আনল ‘ওয়ার্ল্ড রিসোসের্স ইনস্টিটিউটস অ্যাডিকোয়েট ওয়াটার রিস্ক অ্যাটলাস’।

রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ চরম জল সংকটে ভুগছেন। যা মোট জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ। বলা হয়েছে ভূগর্ভস্থ জলের পরিমাণ ক্রমশ কমছে। কিন্তু চাহিদা বাড়ছে ব্যাপক। ১৯৬০ সালে জলের যে চাহিদা ছিল, বর্তমানে তা প্রায় দ্বিগুণ।  এবং ক্রমশ তা বাড়বে।

Water,Crisis,Ground Water Reserve
 

বর্তমানে গোটা বিশ্বে ৮০০ কোটি মানুষ বাস করেন। আগেই বলা হয়েছে, এর মধ্যে ২০০ কোটি মানুষ জল সংকটে ভুগছেন। রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে এই সংখ্যাটা ৩০০ কোটি ছোঁবে। সবচেয়ে বেশি জল সংকটে ভুগছে ২৫টি দেশ। এর মধ্যে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় সংকট তীব্রতর।

ভারতের অবস্থাটাও তথৈবচ। কেন্দ্রের পরিস্নগখ্যান বলছে, আগামী ২৮ বছরের মধ্যে ভারতে জল সংকট বাড়বে। দিল্লি, গুরুগ্রাম, বেঙ্গালুরুর মতো ১৩টি শহরকে চিহ্নিত করা হয়েছে, যেখানে সংকট তীব্রতর হবে। এই সব শহরগুলিতে ভূগর্ভস্থ জল তোলার পরিমাণ ১০০ শতাংশের বেশি।

এখন অনেকেই বলতে পারেন, পৃথিবীর প্রায় ৭১ শতাংশই তো জল। তাহলে এত চিন্তা কিসের? বাস্তব হল, এর মধ্যে ব্যবহারযোগ্য জলের পরিমাণ কম। পানীয় জলের পরিমাণ আরও কম। প্রথম বিশ্বের অনেক দেশেই এই নিয়ে কাজ শুরু হয়েছে। এবার ভারত-সহ বাকি বিশ্বের পালা।

 




Leave a Reply

Back to top button