‘আমি হিন্দু, শ্রীরাম আমার অনুপ্রেরণা’, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভিডিও

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তখন ‘হিন্দুময়’। উপস্থিত জনতার ‘জয় সিয়া রাম’ ধ্বনিতে মুখরিত গোটা ভবন।

স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ‘গর্ব করে বোলো, আমি হিন্দু’। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক বললেন। গর্বের সঙ্গে বললেন, ‘আমি হিন্দু। প্রধানমন্ত্রী হিসেবে নয়, হিন্দু হিসেবে এখানে এসেছি’। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তখন ‘হিন্দুময়’। উপস্থিত জনতার ‘জয় সিয়া রাম’ ধ্বনিতে মুখরিত গোটা ভবন।

ভারতের স্বাধীনতা দিবসে ‘রামকথা’র আয়োজন করা হয়েছিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। উপস্থিত ছিলেন আধ্যাত্মিক বক্তা মোরারি বাপু। যোগ দেন ঋষি সুনকও। সেই অনুষ্ঠানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Rishi Sunak,Ram Katha,England,Cambridge University,Hindu

অনুষ্ঠানে ‘জয় সিয়া রাম’ বলে বক্তব্য শুরু করেন সুনক।  দর্শকাসন থেকেও পাল্টা ভেসে আসে জয় সিয়া রাম ধ্বনি। এরপরই সুনক বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে নয়, একজন হিন্দু হিসেবে এখানে এসেছি’। মঞ্চে মোরারি বাপুর বসার জায়গার ঠিক পিছনেই ছিল হনুমানজির বিশাল মূর্তি। সুনক সেই মূর্তিকে প্রণাম করে বলেন, ‘বাপুর পিছনে যেমন হনুমানজির মূর্তি। আমার ডাউনিং স্ট্রিটের অফিসের টেবিলেও শ্রীগণেশের মূর্তি থাকে’।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ছোটবেলা কেটেছে সাউথ হ্যাম্পটনে। সেই স্মৃতি রোমন্থন করে বলেন, ‘প্রায়ই ভাই বোনেদের সঙ্গে স্থানীয় মন্দিরে যেতাম, পুজো দিতাম’। এদিন সুনকের পাঁচ মিনিটের বক্তব্যে বারবার এসেছে শ্রীরামের কথা। সুনক বলেন, ‘শ্রীরামের চরিত্র আমাদের প্রেরণা দেয়। তিনিই আদর্শ’।

সুনকের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। প্রশংসায় মেতেছে নেটিজেনরা। অনেকেই বলছেন, জন্ম, বেড়ে ওঠা, বিদেশের মাটিতে হলেও, শিকড়কে ভোলেননি সুনক।




Leave a Reply

Back to top button