বন্যা বিধ্বস্ত একাধিক রাজ্য, শহরে হাঁটুজল, অবরুদ্ধ জাতীয় সড়ক, বর্ষায় দেশের চেনা ছবিটা পাল্টাল না
হিমাচল প্রদেশে ধ্বস। মুম্বই, রাজস্থান জলের তলায়। রাজধানী দিল্লিতেও একই অবস্থা। আমেদাবাদেও। হাঁটু জল ঠেলেই গন্তব্যে পৌঁছতে হচ্ছে। নাজেহাল সাধারণ মানুষ। প্রতি বছর বর্ষা এলেই এমন ছবি দেখা যায় India-তে। কেন এমন হয়?


1/6

2/6

3/6

4/6

5/6

6/6