কলকাতায় নির্মান হতে চলেছে ‘রাম মন্দির’, উদ্বোধন নিয়ে জোর তোড়জোড় রাজ্যে…
কলকাতার 'সন্তোষ মিত্র স্কোয়ারের' এবছরের থিম 'রাম মন্দির'। দর্শকদের মন জয় করবেন বলে আশাবাদী কর্তৃপক্ষ।

পূর্বাশা, হুগলি: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপুজো। নানান রঙে ও আলোয় সেজে উঠবে বাংলা। কলকাতা থেকে জেলা থিম থেকে বনেদিয়ানায় নজর কাড়বে একগুচ্ছ পুজো প্যান্ডেল। সেরায় সেরায় চলবে টক্কর। কলকাতার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে একটি হল ‘সন্তোষ মিত্র স্কোয়ার’ লেবুতলা পার্কের পুজো। এবছর এই পুজোর থিম ‘রাম মন্দির’।
বিজেপি নেতা সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। প্রতিবছর নজরকাড়া থিম করে দর্শকদের চমকে দেন কর্তৃপক্ষ। এবছর তাঁরা রাম মন্দিরের আদলে তাঁদের পুজো প্যান্ডেল নির্মাণ করতে চলেছেন। ১৯ অগাস্ট শনিবার ধুমধাম সহকারে পুজোর থিম উদ্বোধন করলেন তাঁরা। এবছর প্যান্ডেলের উদ্বোধনে আসতে পারেন দেশের
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আগের বছর সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের থিম ছিল ‘আজাদি কা অমৃত মহোৎসব’। লেজার শো দেখিয়ে তাক লাগিয়ে দেন তাঁরা। পুজোর চার দিন কাতারে কাতারে মানুষ ভিড় জমান প্যান্ডেলে। এবছরেও সেরকম ভিড় হবে বলে আশাবাদী ‘সন্তোষ মিত্র স্কোয়ার’।