শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ বাংলার মেয়ের, সঙ্গে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন মেহুলি ঘোষ

প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করতে পেরেছেন বাংলার মেহুলি, তবে তিনি অলিম্পিকে যেতে পারবেন কিনা সেটা নির্ভর করছে ভারতীয় অলিম্পিক কমিটির ছাড়পত্রের ওপর।

শুভঙ্কর, নয়া দিল্লি: এয়ার রাইফেলে ভারতের জন্য এল সুখবর। প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন বাংলার মেহুলি ঘোষ। আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি করে সোনা এবং ব্রোঞ্জ পদক নিয়ে ২০২৪ প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন তিনি।আজারবাইজানের বাকুতে হয় এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট।

আজারবাইজানে অনুষ্ঠিত এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট অলিম্পিকের যোগ্যতা অর্জনের রাস্তা। এই টুর্নামেন্টে ব্রোঞ্জ জিতে প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করতে পেরেছেন বাংলার মেহুলি, তবে তিনি অলিম্পিকে যেতে পারবেন কিনা সেটা নির্ভর করছে ভারতীয় অলিম্পিক কমিটির ছাড়পত্রের ওপর। তবে তার এই ফর্মের ফলে মনে করা হচ্ছে অলিম্পিকও দেখা যেতে পারে বাংলার এই মেয়েকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপ এই টুর্নামেন্টে ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে ২২৯.৮ স্কোর করে তৃতীয় স্থান পান মেহুলি। এই ইভেন্টে ভারতের আর একজন খেলোয়াড় তিলোত্তমা সেন ২০৮.৪ পয়েন্টে নিয়ে চতুর্থ স্থানে জায়গা করেন।

Mehuli Ghosh,upcoming Paris Olympic,world shooting championship,bronze medal

মেহুলির এই অসাধারণ পারফরমেন্সে খুশি অলিম্পিকে ভারতের হয়ে ব্যক্তিগত ইভেন্টে প্রথমবার সোনা নিয়ে আসা তারকা শুটার অভিনব বিন্দ্রা। সোশ্যাল মিডিয়ায় অভিনব বিন্দ্রা মেহুলিরকে শুভেচ্ছা বার্তা জানিয়ে দীর্ঘ একটি পোস্ট করেছেন। তিনি লেখেন, “ অসাধারণ মেহুলি। বাকুতে ওয়ার্ল্ড শুটিং চ্যাম্পিয়নশিপ এর তোমার ব্রোঞ্জ মেডেল জেতার জন্য অনেক শুভেচ্ছা জানাই। তোমার এই পারফরমেন্সের ফলে তুমি আগামী অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছো। এইভাবে এগিয়ে যাও ২০২৪ অলিম্পিকের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা”।

সাইয়ের টার্গেট অলিম্পিক পোডিয়াম বা টিওপি স্কিমের অধীনে রয়েছেন মেহুলি ঘোষ। সেখান থেকেই বিভিন্ন প্রশিক্ষণ পাচ্ছেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে গোল্ড ব্রোঞ্জ মেডেল জিতে ওঠার পর একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “ বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান এবং প্যারিস অলিম্পিকে জায়গা করে নিতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আমার ওপর বিশ্বাস করার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আমি আশা করছি আগামীতেও পদক জিতে সবাইকে গর্বিত করতে পারব”।




Leave a Reply

Back to top button