চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়ল রাশিয়ার লুনা-২৫ মহাকাশযান

শনিবার রাশিয়ার মহাকাশযান লুনা-২৫ এর কিছু প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। শনিবার প্রি-ল্যান্ডিং কক্ষপথে যাওয়ার কথা ছিল লুনার

শুভঙ্কর, নয়া দিল্লি: লক্ষ্য পূরণ হলো না লুনা-২৫-এর। চাঁদের মাটিতে নামার আগে মহাকাশে হারিয়ে গেল রাশিয়ার লুনা-২৫। শনিবার রাশিয়ার মহাকাশযান লুনা-২৫ এর কিছু প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। শনিবার প্রি-ল্যান্ডিং কক্ষপথে যাওয়ার কথা ছিল লুনার। ১১ ই আগস্ট চাঁদের উদ্দেশ্যে মহাকাশযান পাঠায় রাশিয়া। কথা ছিল ২১ অগাস্ট থেকে ২৩ অগাস্টের মধ্যে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করবে লুনা। তবে তার আগেই থমকে গেল।

ভারতের মিত্র দেশ রাশিয়া চন্দ্রযান-৩ মহাকাশের পাড়ি দেওয়র অনেক পরে তাদের মহাকাশযান লুনা ২৫ লঞ্চ করে। রাশিয়া একটি ভারী-লিফ্ট রকেট ব্যবহার করে লুনা-২৫ স্যাটেলাইটকে সরাসরি চাঁদে নিক্ষেপ করেছে। যার ফলে ভারতের আগেই চাঁদের দক্ষিণ মেরু ছোঁয়ার কথা ছিল এই মহাকাশযানের। তবে অল্প কিছুক্ষণের ব্যবধানে সব আশা শেষ হলো তাদের। রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকসমস এক বিবৃতিতে জানায়, ‘অপারেশন চলাকালীন, স্বয়ংক্রিয় স্টেশনে একটি অস্বাভাবিক পরিস্থিতি দেখতে পেয়েছেন বিশেষজ্ঞরা। দেখা যা পরবর্তী প্রক্রিয়াগুলো করার জন্য বাধা সৃষ্টি করেছে। এর জেরেই মহাকাশযানটিকে কক্ষপথ স্থানান্তর করা যায়নি। বিশেষজ্ঞরা পরিস্থিতি খতিয়ে দেখছেন”।

Russia's Luna-25 spacecraft,India,Russia.

রাশিয়ার জাতীয় মহাকাশ সংস্থা রোসকসমস জানায় যে গতকাল থেকে খোঁজ মিলছিল না লুনার-২৫। অবশেষে, আজ জানা গেল যে চাঁদের মাটিতে ভেঙে পড়েছে লুনা-২৫। ৪৭ বছর পর ফের চন্দ্র অভিযান করেছিল রাশিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার তাদের মহাকাশযানের চাঁদের দক্ষিণ মেরু ছোঁয়ার কথা ছিল। হিমায়িত জল এবং মূল্যবান উপাদানের খোঁজ চালাতো এই মহাকাশযান। রাশিয়ার মহাকাশ যান ব্যর্থ হলেও এখন পুরো বিশ্বের চোখ রয়েছে ভারতের পাঠানো চন্দ্রযান-৩ এর উপর। শনিবার, দ্বিতীয়বারে জন‍্য ডি-বুস্টিং হয়েছে চন্দ্রযান-৩। আগামী ২৩ শে আগস্ট পাখির পালকের মতো চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩।

 




Leave a Reply

Back to top button