দক্ষিণ আফ্রিকাতেও ‘বোন’ আছে মোদীর, ব্রিকস সম্মেলনের মাঝে রাখীও পরালেন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী। রয়েছেন জোহানেসবার্গে। সেখানেই…

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী। রয়েছেন জোহানেসবার্গে। সেখানেই দুই ভারতীয় বংশোদ্ভুত মহিলা রাখী পরালেন মোদীকে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সংবাদসংস্থা এএনআই।

মঙ্গলবার বিকেলে জোহানেসবার্গে পৌঁছন মোদী। তাঁর জন্য বিমানবন্দরে অপেক্ষা করেছিলেন প্রবাসী ভারতীয়রা। মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান তাঁরা। কেউ হাত মেলান তো কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করেন। ওঠে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান।

এসবের মধ্যেই দুই মহিলাকে প্রধানমন্ত্রীকে রাখী পরিয়ে দেন। মোদীও হাসি মুখে রাখী পরেন। জানা গেছে, দক্ষিণ আফ্রিকার আর্য সমাজের সভাপতি নানকচাঁদ সানন্দা এবং লেখিকা সরেস পদ্যচি মোদীর হাতে রাখী বাঁধেন।

Narendra Modi,Raksha Bandhan,South Africa,Brics Summit

মোদীকে রাখী পরাতে পেরে আবেগে ভাসছেন নানকচাঁদ। তিনি বললেন, ‘প্রধানমন্ত্রী আমার কাছে ঠিক ভাই নন বরং বাবার মতো। তাঁর উপস্থিতি আমাদের সাহস যোগায়। মোদী বিশ্বকে বেদের ‘বসুধৈব কুটুম্বকম’ হিসেবে দেখেন। গোটা পৃথিবীই তাঁর কাছে পরিবার। দক্ষিণ আফ্রিকাতেও তিনি বড় পরিবর্তন আনবেন বলেই আমাদের বিশ্বাস’।

অন্যদিকে সরেস পদ্যচির চোখেমুখে আবেগ নয়, গর্ব। তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী মোদীজিকে অত্যন্ত শ্রদ্ধা করি। তিনি অনেক ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছেন। এ থেকে শুধু ভারত নয়, দক্ষিণ আফ্রিকাও উপকৃত হবে’।

আগামী ২৪ আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় থাকবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার ব্রিকস সম্মেলনের ‘বিজনেস ফোরাম লিডার্স ডায়লগ’-এ অংশ নেন তিনি। ২০৪৭-এর মধ্যে ভারত উন্নত দেশ হবে বলে বিশ্ব মঞ্চে আশা প্রকাশ করেছেন মোদী। সঙ্গে বলেছেন, ‘খুব শীঘ্রই ভারত ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে’।




Leave a Reply

Back to top button