ডেঙ্গিতে নাজেহাল অবস্থা হুগলিবাসীর, প্রচারে খোদ মন্ত্রী বেচারাম
এমন অবস্থায় কাছে চলে এসেছে পুজোর মরশুম। তার ফলেই চিন্তার ভাঁজ অনেকটাই বেড়েছে রাজ্য তথা জেলা প্রশাসনের। এই সংক্রমণ নিয়ে প্রচারে কোনওরকম খামতি রাখতে চাইছেন না তাঁরা। প্রচারে নেমেছেন খোদ বিধায়ক বেচারাম মান্না।

শুভঙ্কর, হুগলি: এবছর ডেঙ্গি সংক্রমণ কিছুতেই পিছু ছাড়ছেনা রাজ্যের বাসিন্দাদের। গত বছরের তুলনায় চলতি বছরে ডেঙ্গির দাপট সর্বত্র বেশ বেড়েছে। শুধু কলকাতাতে (Kolkata) নয় গ্রামে-গঞ্জে সব জায়গাতেই ডেঙ্গির সংখ্যা বেড়েই চলেছে দিন দিন। সূত্রের মারফত খবর, বর্তমানে শুধুমাত্র হুগলিতে (Hooghly) ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ১৬০০ ছাড়িয়ে গেছে। হাসপাতালেই ভর্তি রয়েছেন প্রায় একশো’র বেশি রোগী। রাজ্যের অন্যান্য জেলাতেও এই সংক্রমণ পুরোপুরি কমার কোনও লক্ষণ নেই। এমন অবস্থায় কাছে চলে এসেছে পুজোর মরশুম। তার ফলেই চিন্তার ভাঁজ অনেকটাই বেড়েছে রাজ্য তথা জেলা প্রশাসনের। এই সংক্রমণ নিয়ে প্রচারে কোনওরকম খামতি রাখতে চাইছেন না তাঁরা। প্রচারে নেমেছেন খোদ বিধায়ক বেচারাম মান্না ( Becharam Manna)।
পুজোর আগে সংক্রমণ রোধ করতে সাধারণ মানুষের মধ্যে প্রচার চালাচ্ছে হুগলি জেলা প্রশাসন ( Hooghly district administration)। প্রশাসনের কর্তারা প্রত্যেকেই মানছেন এ বিষয়ে সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন করা দরকার। চিকিৎসা পরিষেবা উন্নতি করার পাশাপাশি মানুষকেও এই রোগ প্রতিরোধে সচেতন হতে হবে বলে মনে করছেন তাঁরা। সেই লক্ষ্যেই সচেতনতামূলক প্রচার শুরু করেছে প্রশাসন। শনিবার চুঁচুড়ার (Chinsurah)রবীন্দ্র ভবনের সামনে একটি সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক। ডেঙ্গির বাহক এডিস মশার একটি মডেল নিয়ে প্রচার ট্যাবলোর উদ্বোধন করতে দেখা গেল মন্ত্রী বেচারাম মান্নাকে। উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক পি দীপাপ প্রিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলির জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীক রমা ভুঁইয়া ও অন্যান্য আধিকারিকরা।
জানা যাচ্ছে এই ট্যাবলো পুরো হুগলি জেলার ঘুরে সাধারণ মানুষের মনে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে। জেলার ১৮ টি ব্লক ২০৭ টি গ্রাম পঞ্চায়েত ১২ টি পুরসভা ও একটি পুরনিগমে চলবে প্রচার। শুধুমাত্র ডেঙ্গি নয় মশা বাহিত অন্যান্য রোগের সম্পর্কেও সাধারণ মানুষকে অবহিত করা হবে এই ট্যাবলো থেকে। কি কি সাবধানতা অবলম্বন করলে ডেঙ্গু থেকে বাঁচা যায়। সংক্রমণ ধরা পড়লে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কি কি করতে হবে। পাশাপাশি ডেঙ্গি রোধ করতে জল জমতে দেওয়া যাবে না, পরিবেশ আবর্জনা মুক্ত রাখতে হবে সেই বিষয়েও সচেতনতার পাঠ পড়ানো হবে এই প্রচারের মাধ্যমে।