শ্রীলঙ্কার মাটিতে ভারত- পাক ম্যাচে ‘রাম সিয়া রাম’ গানে ভাসলেন মাঠে উপস্থিত দর্শকরা
ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া ভারতীয় দলকে যখন গতিতে ফিরিয়ে আনছিল তখনই গোটা স্টেডিয়াম জুড়ে এই গানের সুর ভেসে আসে।

শুভঙ্কর, কলকাতা: শুরু হয়ে গেছে, এশিয়া কাপ ২০২৩। গতকাল শ্রীলঙ্কার পাল্লেকেল স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। যদিও ম্যাচটি শেষ পর্যন্ত সম্পূর্ণ হয়নি। বৃষ্টির কারণে এই হাই ভোল্টেজ ম্যাচ ভেস্তে যায়। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা হলেই এক অন্যরকম উন্মাদনা থাকে দর্শকদের মধ্যে। এবার এক অন্যরকম দৃশ্য দেখা গেল। ‘রাম সিয়া রাম’ গানে মেতে উঠলেন দর্শকরা।
এদিনের ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। ৪৮.৫ ওভারে রান তোলে ২৬৬। ভারত প্রথম দিকে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। তাদের ৬৬ রানে ৫ উইকেট পড়ে যায়। এই সময়েই দলের হয়ে হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষান ও তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এদের জুটি ভারতীয় টিমের জন্য এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তবে এদের খেলার মাঝেই ঘটে এক অন্যরকম দৃশ্য। এই জুটি খেলার মাঝেই স্টেডিয়াম থেকে বেজে ওঠে ‘রাম সিয়া রাম’ গানটি।
ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া ভারতীয় দলকে যখন গতিতে ফিরিয়ে আনছিল তখনই গোটা স্টেডিয়াম জুড়ে এই গানের সুর ভেসে আসে। পাকিস্তানের বোলার সালমানের বলে ঈশান যখন বাউন্ডারি মারেন এবং হার্দিক পান্ডিয়া মহম্মদ নাওয়াজের বলে যখন ওভার বাউন্ডারি মারেন তখনই “রাম সিয়া রাম” গানটি স্টেডিয়াম জুড়ে ভাসতে থাকে। এই কয়েক মুহূর্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। আর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় কোন ভিডিও ভাইরাল হলে মন্তব্য করতেও ছাড়েন না। ঠিক তেমনি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর যে যার নিজের মতো মন্তব্য করেন। শুধু যে গানটি চলেছে এমনটি নয়। গানটি চালানোর সাথে সাথে ভারতীয় সমর্থকরা বেশ খুশি হয়। এমনকি তাদেরকে হালকাভাবে নাচতেও দেখা যায়। খুব তাড়াতাড়ি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
এ দিনের ম্যাচে বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত ভারত স্কোরবোর্ডে ২৬৬ রান যোগ করে। যদিও পুরোপুরি খেলাটা হয়নি। খেলা না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় দুই দলের মধ্যে। আর এই পয়েন্ট ভাগের জন্য পাকিস্তান সুপার ফোরে উঠে যায়। ভারতকে সুপার ফোরে এগিয়ে যেতে গেলে একটি জয়ই দরকার খালি। বর্তমানে পাকিস্তানে ঝুলিতে রয়েছে ৩ পয়েন্ট এবং ভারতের ঝুলিতে রয়েছে ১ পয়েন্ট।