ফের কাছাকাছি জগদ্ধাত্রী-স্বয়ম্ভু, শুরু হচ্ছে নতুন রহস্য, প্রোমো ঘিরে টানটান উত্তেজনা
‘জগদ্ধাত্রী’ সিরিয়াল যেন বাংলার ছোট পর্দায় খোলা হাওয়া। শুধু সাংসারিক কূটকচালি নয়। রহস্যের গন্ধ পেয়েছেন দর্শকরা।

‘জগদ্ধাত্রী’ সিরিয়াল যেন বাংলার ছোট পর্দায় খোলা হাওয়া। শুধু সাংসারিক কূটকচালি নয়। রহস্যের গন্ধ পেয়েছেন দর্শকরা। স্বাভাবিকভাবেই উজাড় করে দিয়েছিলেন ভালবাসা। ফলে টিআরপি তালিকাতেও একদম উপরের দিকে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল।
যে রাঁধে সে চুলও বাঁধে। এই ফরমুলাতেই এগোচ্ছে জগদ্ধাত্রী। নায়িকা জগদ্ধাত্রী একদিকে সুগৃহিনী। ঘর-সংসার সামলান। কর্মজগতে সে তদন্তকারী অফিসার ‘জ্যাস’। তার দাপটে বাঘা বাঘা অপরাধীরা ভয়ে কাঁপে। সে একাই একশো।
এর মধ্যেই সামনে এল জগদ্ধাত্রীর নয়া প্রোমো। সামনে জন্মাষ্টমী। স্বয়ম্ভুর বাড়িতে বিশাল তোড়জোড়। জমজমাট আয়োজন। প্রোমোতে দেখা যাচ্ছে, স্বয়ম্ভু কৃষ্ণের বেশে আর জগদ্ধাত্রী রাধার বেশে। ‘মধুবন মে কানহাইয়া’ গানে নাচছেন দুজন।
পরক্ষণেই রাধা থেকে জ্যাস হয়ে ওঠেন জগদ্ধাত্রী। পুজোর আসরেই এক মহিলার উপর হামলা হয়। জ্যাস নাড়ি টিপে দেখেন পালস চলছে, জীবিত আছেন মহিলা। নিমেষের মধ্যে গুণ্ডাদের পিছু ধাওয়া করে জ্যাস। রিভলবার থেকে গুলি ছোঁড়ে।
একদিকে নতুন রহস্য। নয়া অবতারে জ্যাস। জগদ্ধাত্রীর সঙ্গেই নতুন অভিযানে পাড়ি দেবেন দর্শকরাও। অন্যদিকে ভুল বোঝাবুঝি কাটিয়ে ফের স্বয়ম্ভুর কাছাকাছি জগদ্ধাত্রী। এবার কী হবে? টানটান ঊত্তেজনায় শুরু হচ্ছে ধারাবাহিকের নতুন পর্ব।