দীপাবলিতে এল কিছুটা স্বস্থির খবর! পেট্রো পণ্যে শুল্ক কমাল কেন্দ্র, রইল নতুন পেট্রোল ডিজেলের দাম
একে করোনা মহামারীর জেরে জেরবার মানুষ তারপর বাড়তে থাকা জ্বালানির দামে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষের জীবন। গতবছর এই সময়েই যেখানে ১ লিটার পেট্রোলের জন্য ৮২ টাকা ও ডিজেলের জন্য ৭৭ টাকা দিতে হচ্ছিলো সেখানে এবছর পেট্রোল ১১১ টাকা পর্যন্ত আর ডিজেল ১০১ টাকা দিতে হচ্ছিলো। এর জেরে ব্যাপক প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। আর মূল্য বৃদ্ধির এই খোঁচা বেশ ভারী পড়েছে কেন্দ্রীয় সরকারের ওপর। তারপরেই সাধারণ মানুষকে স্বস্তি দিতে কলম পেট্রো পণ্যের ওপর কর।
আজ থেকেই পেট্রোলের ওপর লিটার প্রতি ৫টাকা ও ডিজেল প্রতি ১০ টাকা হরে উৎপাদন শুক্ল কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলস্বরূপ কালীপুজোর দিন থেকেই দীর্ঘদিন পর কিছুটা কমল পেট্রল ও ডিজেলের দাম। আজ অর্থাৎ ৪ঠা নভেম্বর কলকাতায় পেট্রোলের দাম কমে হয়েছে ১০৪.৬৭ টাকা আর ডিজেলের দাম হয়েছে ৮৯.৭৯ টাকা।
তবে, কেন্দ্রীয় সরকার কর কমালেও রাজ্য সরকার এপর্যন্ত কোনো কর ছাড়ের কথা জানায়নি। পশ্চিমবঙ্গে পেট্রোলের ওপর ২৫% ও ডিজেলের ওপর ১৭% কর রয়েছে। রাজ্য সরকারের তরফে যদি কর ছাড়ের ঘোষণা করা হয় তাহলে আরো খানিকটা কমতে পারে পেট্রল ডিজেলের দাম।
প্রসঙ্গত, সম্প্রতি হওয়া লোকসভা ও বিধানসভার উপনির্বাচনের ফল সামনে এসেছে। উভয়েই জোর ধাক্কা খেয়েছে বিজেপি। আর ভোটার এই খারাপ ফলাফলের জন্য মূল্যবৃদ্ধি যে দায়ী সেটা একপ্রকার সকলেই বুঝতে পেরেছেন। তাই অনেকের মতে, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ সম্পর্কে বুঝতে পেরেই এই কর ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার।
তবে কর ছাড় দেবার পরেও যদি আবারও পুরোনো গতিতে পেট্রল ও ডিজেলের দাম বাড়তে থাকে তাতে আগামী দিনে সাধারণ মানুষের সুরাহা কতটুকু হবে সেটাই দেখার অপেক্ষা। এদিকে কেন্দ্রের চার ঘোষণার পর একাধিক বিজেপি শাসিত রাজ্য কর ছাড়ের কথা ঘোষণা করেছে, অসম, গোয়া, উত্তরপ্রদেশের মত রাজ্যে ৭ টাকা পর্যন্ত কর ছাড় ঘোষণা করে হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। যে কারণে এই রাজ্যগুলিতে পেট্রোপণ্যের দাম বেশ কিছুটা কমেছে।