মা পর্ন সাইট চালায় আর বাবা খারাপ কাজ করে! এমনটাই ধারণা ছিল সারা আলী খানের
সাইফ আলি খান (Saif Ali Khan) ও অমৃতা সিংয়ের (Amrita Singh) একমাত্র কন্যা সারা আলী খান (Sara Ali Khan)। বলিউডের নতুন প্রজন্মের প্রথম সারির অভিনেত্রী সারা বরাবরই স্পষ্ট নিজের বক্তব্য নিয়ে। তার প্রাণখোলা স্বভাব এবং স্পষ্ট কথার জন্য ভক্তমহলে তিনি অত্যন্ত জনপ্রিয় প্রথম থেকেই। কারিনা কাপুর খানের সঙ্গে তার সম্পর্ক থেকে শুরু করে বলিউডের কোন সমালোচনামূলক ঘটনা সব বিষয়েই নিজের মনের কথা প্রকাশ করে অনুরাগীদের মুগ্ধ করেন “সিম্বা” অভিনেত্রী।
সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তার মা-বাবার বিচ্ছেদ সম্পর্কে প্রশ্ন করায় সারা অত্যন্ত স্পষ্টভাবে জানান, “আমি তাদের বিচ্ছেদে খুশি। বিচ্ছেদের পর আমি যেমন আমার মাকে খুশি থাকতে দেখেছি, তেমন আমি আমার বাবাকেও খুশি থাকতে দেখেছি; বরং আমি তাদের দু’জনকে একসঙ্গে কখনো খুশি থাকতে দেখিনি। দুটি মানুষ যদি আলাদা আলাদা বাড়িতে থেকে সুখী থাকতে পারে তাহলে সেটাতে তো কারোর অসুবিধার কিছু নেই।” তিনি এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরো বলেন,”আমার মনে আছে আমার ছোটবেলায় আমি আমার মা বাবার দুটি সিনেমার চরিত্র দেখে আমি তাদের অত্যন্ত নেতিবাচক মানুষ মনে করতাম।”
আসলে ‘কলিয্যুগ'(২০০৫) সিনেমায় অমৃতা সিং সিমি রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে তিনি একটি পর্ন সাইট চালাতেন এবং ওমকারা(২০০৬) সিনেমায় সইফ আলী খান লঙদা ত্যাগী-র ভূমিকায় অভিনয় করার সময় অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন। সারা আরও বলেন, “ওমকারা এবং কলিয্যুগ সিনেমার সময় আমি অত্যন্ত ছোট ছিলাম এবং আমি ভাবতাম আমার মা বাবা অত্যন্ত নেতিবাচক মানুষ। আমার বাবা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আমার মা একটি পর্ন সাইট চালান এবং এটি আমার কাছে একদমই মজার বিষয় ছিল না কারণ সেই বছরেই তারা দুজনেই ওই নেতিবাচক চরিত্র গুলির জন্য মনোনীত হয়েছিলেন এবং আমার অভিব্যক্তি ছিল যে এটা কি হচ্ছে!”
পরে অবশ্য আসল ঘটনা বুঝতে পেরে বেশ খানিকটা লজ্জিত হয়ে ছিলেন তবে মা-বাবার বিচ্ছেদ সম্পর্কে সারা মনে করেন,”একটি অসুখী বাড়িতে দুটি ভিন্ন ভিন্ন ধারণার মানুষ একসঙ্গে কষ্টে থাকার চেয়ে দুটি সুখী বাড়িতে দুটি মানুষ আলাদা আলাদাভাবে থাকাই ভালো।