বাংলা থেকে গরু পাচার মামলা সরল দিল্লিতে, ধোপে টিকল না অনুব্রতর আপত্তি

ওয়াকিবহাল মহল মনে করছে, ২০২৪-এর লোকসভা ভোটের আগে অনুব্রত মণ্ডল যে কোনওভাবেই বীরভূমে ফিরতে পারবেন না, তা এক প্রকার নিশ্চিত।

জন্মাষ্টমীর আগে অস্বস্তি বাড়ল অনুব্রত মণ্ডলের। আসানসোল থেকে দিল্লিতে পাঠানো হল গরু পাচার মামলা। ইডির আবেদন মঞ্জুর করল সিবিআইয়ের বিশেষ আদালত। এখন থেকে গরু পাচার মামলার সমস্ত শুনানি দিল্লিতেই হবে।

২৮ জুলাই গরু পাচার মামলা আসানসোল থেকে দিল্লিতে সরানোর আবেদন জানিয়েছিল ইডি। বুধবার সেই আবেদন মঞ্জুর করল আদালত। এখন থেকে অনুব্রতর বিচার হবে রাজধানীতে। এই মামলার সমস্ত রেকর্ড দিল্লির রাইস অ্যাভিনিউ আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলার মামলা কেন দিল্লিতে বিচার হবে এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। তিনি আবেদন করেছিলেন, সিবিআইয়ের মামলার যতদিন না শুনানি শেষ হচ্ছে, ততদিন যেন এই মামলা স্থগিত রাখা হয়।

CBI,ED,Anubrata Mandal,Cattle Smuggling Case

পাল্টা ইডির আইনজীবী ২০১৬ সালে অর্থমন্ত্রকের তরফে জারি করা একটি নোটিফিকেশন পেশ করে। সেই নোটিফিকেশম অনুযায়ী, ইডি আর্থিক প্রতারণা মামলায় ৪৪/১সি ধারায় মামলা স্থানান্তরের আবেদন করতে পারে।

গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। এই মামলায় ইডিও তদন্ত করছে। সিবিআইয়ের মামলা চলছে আসানসোলের সিবিআই আদালতে। পরে ইডি অনুব্রতকে শ্যোন অ্যারেস্ট করে এবং তিহাড় জেলে নিয়ে যায়। ইডির মামলা চলছে দিল্লির রাইস অ্যাভিনিউ কোর্টে।

দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর এদিন মামলা স্থানন্তরের নির্দেশ দেন বিচারক। ওয়াকিবহাল মহল মনে করছে, ২০২৪-এর লোকসভা ভোটের আগে অনুব্রত মণ্ডল যে কোনওভাবেই বীরভূমে ফিরতে পারবেন না, তা এক প্রকার নিশ্চিত।




Leave a Reply

Back to top button