পশ্চিমবঙ্গের ‘রাজ্য সঙ্গীত’ চূড়ান্ত করতে আজ বিধানসভায় বৈঠক! আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী

বাংলার রাজ্য সঙ্গীত বাছাইকরণে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী! বক্তব্য রাখতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

পূর্বাশা, হুগলি: দেশের জাতীয় সঙ্গীতের মতো পশ্চিমবঙ্গেও চালু হবে ‘রাজ্য সঙ্গীত’। আর এই নিয়ে আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের অনেক রাজ্যেরই নিজস্ব সঙ্গীত রয়েছে।তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন নয়! বিষয়টি নিয়ে ভাবনাচিন্তার পরেই এবার সিদ্ধান্ত নিতে তৎপর হয়েছে রাজ্যে প্রশাসন। তবে সঙ্গীত চূড়ান্ত করার আগে আলোচনার প্রয়োজন। আর সেই কারণেই আজ বিধানসভায় আয়োজিত হতে চলেছে বৈঠক।

West Bengal,Chief Minister,Mamata Banerjee,Suvendu Adhikari,Meeting,West Bengal Song,State anthem

সূত্রের খবর, রাজ্য সঙ্গীত তৈরি করতে বিধানসভায়
বিল আনতে চলেছে রাজ্য সরকার। প্রচলিত কোনো গান পেতে পারে রাজ্য সঙ্গীতের স্বীকৃতি আবার নির্মাণও করা হতে পারে নতুন কোনো গান।মোট কথা রাজ্য সঙ্গীত এমন হবে যা বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরবে। এর আগে নবান্নের সর্বদলীয় বৈঠকে ‘বাংলার মাটি বাংলার জল’ গানটির পক্ষে মত দেন অধিকাংশ সদস্য। কিন্তু গানটিতে বাংলা শব্দ বদল হয়েছে বলেও অভিযোগ ওঠে। তাই কোন গানটি ‘রাজ্য সঙ্গীত’ হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

West Bengal,Chief Minister,Mamata Banerjee,Suvendu Adhikari,Meeting,West Bengal Song,State anthem

পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য অসমের গান হল ‘ও মুর আপনার দেশ।’ আবার বিহারে প্রচলিত আছে
‘মেরে ভারত কে কন্ঠহার’। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কোন গানটি বেছে নেওয়া হবে তা নিয়ে ধন্দ রয়েছে। আজ ফের এ বিষয়ে আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য দিতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।




Leave a Reply

Back to top button