বাঙালি হিন্দুদের রক্ষা করতে ২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: শুভেন্দু; রাজ্য চায় ১ বৈশাখ, প্রস্তাব বিধানসভায়
কবে হবে পশ্চিমবঙ্গ দিবস? এই নিয়ে বৃহস্পতিবার জোর তরজা চলছে বিধানসভায়। শাসক শিবির ১ বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার পক্ষে প্রস্তাব পেশ করেছে। অন্যদিকে বিজেপির দাবি ২০ জুন।

কবে হবে পশ্চিমবঙ্গ দিবস? এই নিয়ে বৃহস্পতিবার জোর তরজা চলছে বিধানসভায়। শাসক শিবির ১ বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার পক্ষে প্রস্তাব পেশ করেছে। অন্যদিকে বিজেপির দাবি ২০ জুন। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা যে পোশাক পরে এসেছেন, তাতে লেখা ‘২০ জুন পশ্চিমবঙ্গ দিবস’। পিঠে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি এবং পশ্চিমবঙ্গের মানচিত্র।
প্রত্যেক রাজ্যেরই নিজস্ব দিবস এবং রাজ্য সঙ্গীত রয়েছে। এতদিন বাংলার তা ছিল না। বছর দুয়েক হল রাজ্যপাল ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা শুরু করে। তারপরই টনক নড়ে সরকারের। ১৯৪৭ সালের ২০ জুন বাংলার বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে বঙ্গভঙ্গে সীলমোহর পড়ে। তাই এই দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করা হোক বলে রাজভবন এবং বিজেপির তরফে যুক্তি দেওয়া হয়েছে।
অন্যদিকে ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মানতে রাজি নয় রাজ্য সরকার। বদলে কোন দিনকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে মানা হবে তা ঠিক করতে গত ২৮ আগস্ট সর্বদল বৈঠক ডাকা হয়েছিল। সেখানে ১ বৈশাখ, ১৫ আগস্ট এবং রাখী বন্ধনের দিন নিয়ে আলোচনা হয়। তবে ১ বৈশাখের পাল্লাই ভারি ছিল। শেষ পর্যন্ত আজ সেই দিনটিকেই ‘রাজ্য দিবস’ হিসেবে বেছে নিয়েছে রাজ্য সরকার। প্রস্তাব পেশ হয়েছে বিধানসভায়।
এখন প্রশ্ন হল, ২০ জুন হলে অসুবিধা কোথায়? বুদ্ধিজীবীদের একাংশ বলছেন, ২০ জুন মূলত ধর্মের ভিত্তিতে বাংলা ভাগ হয়েছিল। এই দিনের সঙ্গে সাম্প্রদায়িকতার গন্ধ রয়েছে। তাই ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করা ঠিক নয়।
শুভেন্দু বলেন, ‘এই প্রস্তাবের পরিণতি হবে, বিএসএফের বিরুদ্ধে নেওয়া রেজুলেশনের মতো। এই প্রস্তাবের পরিণতি হবে, ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে নেওয়া রেজুলেশনের মতো। সবাই জানে, ১৯৪৭-এর ২০ জুন (নথি তুলে ধরে) পশ্চিমবঙ্গ ভারতবর্ষে থাকার সিদ্ধান্ত হয়েছিল। এই দিনকে আপনি অস্বীকার করতে পারবেন না। এই রেকর্ড আপনি নষ্ট করতে পারবেন না’।
সঙ্গে তিনি যোগ করেন, ‘দিনটা গ্রহণ করতে আপত্তি কোথায়? ২০ জুন রাজভবন পালন করেছেন। তাই কি বিরোধিতা করতেই হবে। আমার অনুরোধ সাংবিধানিক প্রধানের মতকে মেনে নিক রাজ্য সরকার। বাঙালি হিন্দুদের রক্ষার জন্য ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস করতেই হবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব’।