দর্শক মনে মায়া বুনতে তিলোত্তমায় ফিরছে ‘ডিজনিল্যান্ড’! দর্শন মিলবে সেপ্টেম্বরেই…
আগামী ২১ সেপ্টেম্বর রবীন্দ্র সদনে মঞ্চস্থ হবে 'ডিজনিল্যান্ড' নাটকটি।

পূর্বাশা, হুগলি: সিনেমা, ধারাবাহিক ও ওয়েবসিরিজ
-এর জনপ্রিয়তার আলোয় নাটক কি কিছুটা ফিকে
হয়েছে? এমন প্রশ্ন আসে বহু মানুষেরই। একসময় কলকাতা ছিল নাটকের আখড়া। নানাবিধ নাটক দেখতে ভিড় জমাতেন মানুষ। ক্রমে সেই আগ্রহে কিছুটা ভাঁটা পড়লেও নাট্যপ্রমী বাঙালির সংখ্যা কম নেই। এখনও রাজ্য জুড়ে নানান জায়গায় অনুষ্ঠিত হয় নাটক। রবীন্দ্র সদনে প্রায় দিনই দেখা যায় নাটক দেখার ভিড়। তাই বাঙালির নাট্য আগ্রহকে প্রশ্রয় দিতে কলকাতায় ফিরছে জনপ্রিয় নাটক ডিজনিল্যান্ড।
গত বছর প্রথম এই নাটকটি মঞ্চস্থ হয়েছিল। নাটক-এর নাট্যকার ও পরিচালক হলেন কন্যকা। এক টুকরো মায়ায় সেজে উঠেছিল তিলোত্তমা। এরপর শহর কলকাতার একাধিক মঞ্চে এই নাটকটি দেখা যায়। গত বছরের স্মৃতি উস্কে এ বছর ফের কলকাতায় ফিরছে ‘ডিজনিল্যান্ড’।
জানা যাচ্ছে, আগামী ২১ সেপ্টেম্বর রবীন্দ্র সদনে সন্ধ্যা ৬ টা থেকে নাটকটি মঞ্চস্থ হবে। নাটকটির প্রযোজনার দায়িত্বে ‘কলকাতা রমরমা’। নাটকের সংগীত ও আবহ সংগীতের দায়িত্বে রয়েছেন তিমির বিশ্বাস। এছাড়া বিভিন্ন চরিত্রের অভিনয়ে রয়েছেন খ্যাতনামা শিল্পীরা। এর আগেও এ নাটক দর্শকদের মন ছুঁয়েছে। আগামী দিনেও মন জয় করবে বলে আশাবাদী নাট্য কর্তৃপক্ষ।