এবার থেকে রাজ্য সরাসরি টাকা পাঠাবে উপাচার্য-অধ্যাপকদের ব্যাংক একাউন্টে

এমন অবস্থায় রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির ফিন্যান্স অফিসারদের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকার। সিদ্ধান্ত নেওয়া হল এবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ও প্রত্যেক কর্মীর মাইনে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে।

শুভঙ্কর, কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্য সরকার ও রাজ্যপালের টানপোড়েন চলছে। জবাব, পাল্টা জবাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় নবান্ন ও রাজভবনের। রাজ্য সরকার অভিযোগ তোলে নিয়ম না মেনে আচার্য কথা রাজ্যপাল উপাচার্যদের নিয়োগ করছেন। অন্যদিকে রাজ্যপাল বলেন বিশ্ববিদ্যালয়গুলো দুর্নীতির আখড়া হয়ে উঠছে। শিক্ষা মন্ত্রী ও রাজ্যপাল একে অপরের বিরুদ্ধে বেনজির ভাবে আক্রমণও করেন। সব মিলিয়ে পরিস্থিতি ঘোরালো হয়ে যায়। এমন অবস্থায় রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির ফিন্যান্স অফিসারদের সঙ্গে বৈঠক করে রাজ্য সরকার। সিদ্ধান্ত নেওয়া হল এবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ও প্রত্যেক কর্মীর মাইনে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে।

আজ রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারদের সঙ্গে বৈঠকে বসে নবান্ন। উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, মালদহ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এবং সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অফিসারেরা। সেখানে সিদ্ধান্ত হয় এবার থেকে ইউনিভার্সিটিগুলোর বেতন দেওয়ার ক্ষেত্রে টাকা আর ইউনিভার্সিটি অ্যাকাউন্টে পাঠানো হবে না। ট্রেজারি থেকে সরাসরি উপাচার্য অধ্যাপক ও অন্যান্য শিক্ষা কর্মীর একাউন্টে রাজ্যের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হবে।

Nabanna,State government,state University Salary.

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপকদের বেতনের বিষয়েই শুধু নয়, আজকের এই বৈঠকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডও সেন্ট্রালি নিয়েও আলোচনা করা হয়। এবার আশা করা যাচ্ছে এই সিদ্ধান্তের পর সকল উপাচার্য কর্মচারী অধ্যাপক সবাই ঠিকঠাক ভাবে বেতন পাবেন। বিশ্ববিদ্যালয় বেতন আটকে থাকার ফলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাঝেমধ্যেই দেখা যেত বিভিন্ন ঝামেলা। এবার সেই ঝামেলা মিটবে বলেই মনে করছেন অনেকেই। এবার সরকারি চাকরিদের মতোই উপাচার্যরাও ব্যাংকের মাধ্যমে বেতন পাবেন। অন্যদিকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া সার্চ কমিটির মাধ্যমেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগ করা হবে।




Leave a Reply

Back to top button