দশ নম্বর জাতীয় সড়কে নামল ধস! ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন

১০ নম্বর জাতীয় সড়কে ধসের ফলে ব্যহত উত্তরবঙ্গের যান চলাচল।

পূর্বাশা, হুগলি: রাজ্যে জুড়ে চলছে বৃষ্টির দাপট। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টির প্রকোপ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির জেরে উত্তরবঙ্গের ধসের সমস্যা নতুন নয়।শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার-সহ বিস্তীর্ণ এলাকায় ভূমিধসের সমস্যা লক্ষ্য করা যায়। একটানা বৃষ্টির জেরে ফের ধসের কবলে উত্তরবঙ্গ। ১০ নম্বর জাতীয় সড়কে নামল ধস।

West Bengal,Weather,Heavy Rain,North Bengal,Landslide

সূত্রের খবর, রম্ভী থানার অন্তর্গত লোহাপুলের কাছে শ্বেতীঝোড়ায় ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ বসে গিয়েছে। যার ফলে যান সমস্যা আরও প্রকট হচ্ছে। শিলিগুড়ি থেকে ঘুরপথে সিকিম যেতে হচ্ছে গাড়িগুলিকে। শিলিগুড়ি থেকে পাহাড়ে ওঠার সময় সমস্যায় পড়েছেন নাগরিকরা। পাশাপাশি, ঘুরপথে যাতায়াতের কারণে সময় বেশি লাগছে বলে দাবি করছেন তাঁরা।

West Bengal,Weather,Heavy Rain,North Bengal,Landslide

প্রসঙ্গত, এরইমধ্যে হাওয়া অফিস জানিয়েছে, এদিন রবিবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হবে।দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার-সহ বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে ভোগান্তির আশঙ্কা করছেন অধিবাসীরা।




Leave a Reply

Back to top button