মেহুলির পদক জয়ে গর্বিত পরিবারের সদস্যরা

হুগলি জেলার বৈদ্যবাটির মেয়ের চোখে স্বপ্ন বিশ্বের বড়ো প্রতিযোগিতায় যাওয়া

শুভঙ্কর,বৈদ্যবাটি: শুরু হয়েছে এশিয়ান গেমস। এবার এশিয়ান গেমস আয়োজিত হয়েছে চিনে। আজ সকাল সকালই খবর পাওয়া যায় ভারতের ঝুলিতে পদক এসেছে। ১৯তম এশিয়ান গেমসে প্রথম পদক পেলো ভারত। এশিয়ান গেমসের রুপো পেয়েছেন মেহুলি ঘোষ,অশি চোকসে এবং রমিতা ক্লিঞ্চ। এদের মধ্যে মেহুলি হুগলি জেলার বৈদ্যবাটির বাসিন্দা। মেয়ের এমন সাফল্যে পরিবারসহ প্রতিবেশীরা সকলের বেশ খুশি। তিনি দলগত ইভেন্টে চতুর্থ হয়েছেন। কিন্তু ব্যক্তিগত ইভেন্টে তিনি পদক জিততে পারেননি। মেয়ের পদক জয়ের সাক্ষী হতে সকাল থেকেই পরিবারের সদস্যরা টিভির পর্দায় চোখ রেখেছিলেন। তবে এখনও পর্যন্ত মেয়ের সাথে তাদের কথা হয়নি। অপেক্ষায় আছে মেয়ের সাথে কথা বলার জন্য। মেয়ের এমন সাফল্যে গর্ব হচ্ছে পরিবারের সবার।

পরিবার সূত্রে জানা গেছে মেহুলি ছোটবেলা থেকেই শুটিংয়ে পছন্দ করত। আর সেই কারণেই সে বন্দুক দিয়ে বেলুনও ফাটাত। নাতির এমন অভ্যেস দেখে দিদা মঞ্জু পাল তাকে একটা রাইফেল কিনে দেন। এই যে হাতে রাইফেল উঠলো তারপর থেকে শুরু তার পথ চলা। তারপরে সে মগ্ন হয়ে থাকত শুটিংয়ে। মেহুলি এর আগে কমনওয়েলথ গেমস, ইয়ুথ অলিম্পিক, এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক পেয়েছেন। এখন তার চোখে স্বপ্ন বিশ্বের সব থেকে বড় ক্রিয়া প্রতিযোগিতা অলিম্পিক।

Mehuli Ghosh,Asian games,sports,Air rifle.

 

মেয়ের সাফল্যে খুশি বাবা। বাবা নিমাই ঘোষ মেয়ের এই সাফল্যের কথা বলতে গিয়ে বলেন, “ মেয়ের এই সাফল্যে আমি খুবই খুশি। হয়ত সেই ব্যক্তিগত ইভেন্টে পদক জিততে পারেনি, কিন্তু সে দলগত ইভেন্টের চতুর্থ হয়েছে। ম্যাচের আগে আমরা ওর সাথে কথা বলিনি কারণ যাতে ওর মনসংযোগ নষ্ট না হয়।” মেহুলির মা মিতালী ঘোষ জানান, “ একদিকে হতাশা আরেকদিকে সাফল্য। ব্যক্তিগত ইভেন্টের ষষ্ঠ স্থান থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়ে দলগততে চতুর্থ স্থান অর্জন করেছে তার জন্য আমরা খুবই খুশি।”




Leave a Reply

Back to top button