ফের চোট নিয়ে রাজনীতি! পায়ের চিকিৎসা নিয়ে মমতাকে খোঁচা দিলীপের
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, তিনি বুঝতে পারছেন না চোটটা লেগেছে কোথায়, পায়ে না মনে

শুভঙ্কর, কলকাতা: ফের চোট নিয়ে রাজনীতি বাংলায়। বছর দুয়েক আগে অর্থাৎ ২০২১ সালে নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বিরোধীদের থেকে, বিজেপি হোক কি বাম-কংগ্রেস-আইএসএফ জোট, উঠে এসেছিল নানা ব্যাঙ্গাত্মক মন্তব্য। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতার কামনা করেছিল। তৃণমূল কংগ্রেসের দাবি মুখ্যমন্ত্রী গুরুতরভাবে জখম হয়েছিলেন ভোট প্রচারে গিয়ে। কিন্তু বিরোধীদের অভিযোগ ছিলো এটা সবটাই ওনার সাজানো একটা নাটক।
এবারেও প্রায় একই রকম ঘটনার সাক্ষী হল বঙ্গ রাজনীতি অথবা বঙ্গবাসি। ঘটনাটি ঠিক কি? রাজ্যের অর্থনীতির কথা মাথায় রেখে বিনিয়োগ টানতে ১২ দিনের বিদেশ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে তিনি স্পেন ও সংযুক্ত আরব আমিরশাহীতে যান। সেখানে নানা শিল্পপতিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি স্পেনের ফুটবল দলের সঙ্গে কয়েকটি চুক্তি করেন। এছাড়াও দুবাইয়ের একটি সংস্থার বাবগলায় শপিং মল খোলার কথাও ঘোষণা করেন তিনি। রবিবার পায়ের চিকিৎসার জন্য বিকেল ৪টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এসে পৌঁছয় এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের সামনে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হলো রাজ্যে একটা নতুন রাজনৈতিক অধ্যায়। শুরু হয় এক নতুন খোঁচা মারা পর্ব।
সোমবার সকালে খড়গপুরের বাগদায় চা চক্রে অংশগ্রহণ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তিনি বুঝতে পারছেন না চোটটা লেগেছে কোথায়, পায়ে না মনে। এছাড়াও তিনি দাবি করেন এতো খরচা করে ঘুরে কোন লাভ হয়নি এবং এই পায়ের চোট শুধুমাত্র সংবাদ বানানোর জন্য। তবে তিনি এটাও বলেন যে যদি মুখ্যমন্ত্রী সত্যিই আঘাত পেয়ে থাকেন তাহলে উনি ওনার দ্রুত সুস্থতার কামনা করবেন, তবে বাংলার মানুষকেও মুখ্যমন্ত্রীকে হিসাব দিতে হবে। গেরুয়া শিবিরের দাবি আমজনতার ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রী বিদেশ সফর করেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যের মানুষের জন্য অনেকটাই কাজ করতে পেরেছেন এবং অনেক বড় চুক্তিও হয়েছে। তবে কি সেই চুক্তি, সেই বিষয়ে উনি কোন মন্তব্য করেননি।