গ্ল্যামার থেকে দূরে কেমন আছেন দীপিকা, দিশা, তাপসীর বোনেরা?
বলিউডের নায়িকাদের হাল হকিকত তো ফ্যাশন ম্যাগাজিন, ইনস্টাগ্রামের কল্যানে আমাদের একেবারে নখদর্পণে। বলিউড সুন্দরীরা কোন নায়কের সঙ্গে ডেট করছেন, পরের কোন ছবিতে তাদের দেখা যাবে এই সমস্ত খবর আজকাল চটজলদিই চলে আসে জনতার কাছে। তবু ক্যামেরার ঝলকানির বাইরে নায়িকাদের ব্যক্তিগত জীবন, তাদের পরিবারে কে কে আছে এসব জানতেও উদগ্রীব হয়ে থাকে দর্শকের মন।
বলিউডের নায়িকাদের মধ্যে অনেকেরই পরিবারের সঙ্গে বলিউড ইন্ডাস্ট্রির সরাসরি সম্পর্ক নেই। সেক্ষেত্রে যেসব বলিউড সুন্দরীদের আপন বোন বা দিদি রয়েছে তারা অনেকেই বলিউডের এই চাকচিক্য থেকে নিজেদের দূরে রাখতেই পছন্দ করেন। তাহলে আজকে জেনে নেওয়া যাক বি টাউনের নায়িকাদের বোন বা দিদিদের হাঁড়ির খবর
দীপিকা এবং অনিশা পাড়ুকোন
বিখ্যাত ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন যে দীপিকা পাড়ুকোনের বাবা একথা এতদিনে আজ আর কারুর জানতে বাকি নেই। তবে দীপিকা নিজের সৌন্দর্য এবং অভিনয় ক্ষমতা দিয়ে বলিউড জয় করলেও খেলাধুলার চর্চা পাড়ুকোন পরিবারে বরাবরই ছিল। দীপিকার ছোট বোন অনিশা পাড়ুকোনও তাই খেলাধুলার জগতেই নিজের পরিচয় বানাবেন বলে মনস্থির করেছেন। বাবা এবং দিদি দুজনের পথ থেকে সম্পূর্ণ ভিন্ন পথে একজন গল্ফার হিসেবে অনিশা ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছেন একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে।
দিশা এবং খুশবু পাটনি
বলিউডের নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে দিশা পাটনি বেশ আলোচিত নাম। তবে তার বোন খুশবু পাটনির কাজের জগত একেবারেই ভিন্ন মেরুর। তিনি ইন্ডিয়ান আর্মির লেফটেন্যান্ট পদে কর্মরত।
কঙ্গনা এবং রঙ্গোলি রানাউত
সাম্প্রতিক কালে একাধিক বিষয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা। কখনো হৃত্বিক রোশনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আবার কখনো শাসক দলের স্বপক্ষে কথা বলতে গিয়ে ব্যানড হয়েছেন টুইটার থেকেও। তবে এই সমস্ত ক্ষেত্রে তিনি সমর্থন পান তার বোন রঙ্গোলি রানাউতের থেকে। তিনি পেশায় কঙ্গনার ম্যানেজারও বটে। পাশাপাশি রঙ্গোলি নিজে একজন অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার।
বিপাশা, বিজয়েতা এবং বিদিশা বসু
এককালে যথেষ্ট বোল্ড দৃশ্যে অভিনয় করলেও বর্তমানে করণ সিং গ্রোভারের ঘরণী হিসেবে সুখেই আছেন বঙ্গতনয়া বিপাশা বসু। তবে তার দিদি বিদিশা এবং বোন বিজয়েতা বসুকে কখনোই লাইমলাইট এবং ফ্ল্যাশের ঝলকানি আকর্ষণ করতে পারেনি। চিরকাল ক্যামেরা থেকে দূরেই থেকেছেন বিপাশার দুই সহোদরা।
তাপসী এবং শগুন পান্নু
তাপসী পান্নুর ছোট বোন শগুন পান্নু নিজেও একজন অভিনেত্রী। পাশাপাশি ‘দ্য ওয়েডিং ফ্যাক্টরি’ নামে একটি সংস্থাও চালান শগুন যেখানে তিনি ওয়েডিং প্ল্যানারের কাজ করেন।
জাহ্নবী এবং খুশি কাপুর
বলিউড ডিভা শ্রীদেবীর অকালমৃত্যুর পর রাতারাতি লাইমলাইটে চলে আসেন তার দুই মেয়ে জাহ্নবী এবং খুশি। তবে বলিউডে জাহ্নবীর অভিষেক হয়ে গেলেও খুশি এখনো পা রাখেননি বলিউডে। যদিও এরই মধ্যে যথেষ্ট স্টারডম উপভোগ করেন খুশি। বিভিন্ন অনুষ্ঠানে বা পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দুই বোনকে একসঙ্গেই দেখা যায়।