১) আদিবাসী সংগঠনের মিছিলের জেরে আজ বিপর্যস্ত কলকাতার ট্রাফিক ব্যবস্থা।
২) শুক্রবার সকাল ৯টা নাগাদ হাওড়া সেতুতে শুরু হয় আদিবাসী অবরোধ। হাওড়া সেতুতে পতাকা নিয়ে দাঁড়িয়ে পড়েন আদিবাসীরা।
৩) আদিবাসীদের দাবি, কুড়মি মাহাতোরা জোর করে তফশিলি জনজাতির তকমা পেতে চাইছে বলে প্রতিবাদ জানান তাঁরা।
৪) মিছিল ধর্মতলার দিকে এগোতেই তীব্র যানজটের সমস্যা দেখা যায়। সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকে গাড়ির লাইন।
৫) এই যানজটের প্রভাবে অসুবিধার সম্মুখীন হন সাধারণ মানুষ। ট্রাফিক স্তব্ধ থাকায় অসন্তোষ বাড়ে অফিস যাত্রীদের।
Follow us on
Back to top button