ইডির ডাকে সাড়া না দিয়েই অভিষেকের হুঁশিয়ারি “পারলে আটকে দেখান…”
ইডির ডাকে যাবেন না অভিষেক বন্দোপাধ্যায়। দিলেন কড়া হুঁশিয়ারি।

পূর্বাশা, হুগলি: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে অক্টোবর মাসের শুরুতে অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে দশটায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। কিন্তু উক্ত দিনে ইডির মুখোমুখি হবেন না বলেই এক্স মাধ্যমে স্পষ্ট লিখেছেন অভিষেক। শুধু তাই নয় তাঁর সরাসরি হুঁশিয়ারি “পারলে আটকে দেখান…”।
কিন্তু কেন এহেন সিদ্ধান্ত অভিষেকের? আগামী
অক্টোবর মাসে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে একজোট হবে তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই কর্মসূচিতে যোগদানের স্বার্থেই ইডির মুখোমুখি হবেন না অভিষেক। তাঁর কড়া হুঁশিয়ারি যে, “পৃথিবীতে এমন কোনও শক্তি নেই যা পশ্চিমবঙ্গের মানুষের এই অধিকার লাভের লড়াইয়ে শামিল হতে আমাকে আটকাতে পারে।” সুতরাং ২ ও ৩ অক্টোবর ইডির হাজিরার চাইতে তৃণমূল কংগ্রেস-এর বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করাই বেশি গুরুত্বপূর্ণ অভিষেকের কাছে।
এর আগে নিয়োগ দুর্নীতির তদন্তে সবসময়েই সহযোগিতা করতে দেখা যায় অভিষেককে। গত ১৩ সেপ্টেম্বরেও ইডির ডাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক। তবে এবার আর সে পথে না হেঁটে দিল্লির পথেই হাঁটবেন বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।