অনলাইন লুডো খেলা থেকে মাখোমাখো প্রেম! অবশেষে হাজতবাস মহিষাদলের যুবকের
'লুডো' প্রেম গড়াল হাজতবাস অবধি!

পূর্বাশা, হুগলি: আলাপ হয়েছিল অনলাইন লুডো খেলার মাধ্যমে। সেখান থেকেই সম্পর্কে জড়ান পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের যুবক স্বরূপ ঘান্টি। নিজে বিবাহিত হওয়া সত্ত্বেও মহিলাকে বিয়ের প্রস্তাব দেয় সে। প্রেমিকাকে বিয়ে করতে ডিভোর্স দেয় স্ত্রীকে। এরপরই জানা যায়, আলাপ হওয়া যুবতীর বিয়ে হয়েছে অন্যত্র। ক্ষোভের বশে যুবতীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় যুবক! এরপর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাঁকে।
জেরায় স্বরূপ জানিয়েছেন, লুডো খেলার মাধ্যমে তাঁর আলাপ হয়েছিল একশো কিমি দূরের পটাশ পুরের অমর্ষি এলাকার এক যুবতীর সঙ্গে। ক্রমে আলাপচারিতা বাড়ে ও সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। যুবতী আগে বিবাহিত হলেও পরে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়। অন্যদিকে স্বরূপ ছিলেন বিবাহিত। প্রেমের সম্পর্কের কারণে প্রায় দিনই স্ত্রীর সঙ্গে ঝামেলা হত তাঁর।
ক্রমে এই ঝামেলা এমন পর্যায়ে যায় যে স্ত্রীকে ডিভোর্স দেন স্বরূপ। বছর তিন ধরে যুবতীর সঙ্গে সম্পর্কে যুক্ত থাকেন তিনি। এদিকে ডিভোর্সের পরই প্রেমিকাকে বিয়ে করতে চাইলে স্বরূপ জানতে পারেন, যে তাঁর গোপনে অন্যত্র বিয়ে হয়েছে। ঘটনায় ক্ষিপ্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় যুবতীর ছবি ছড়িয়ে দেয় সে। ঘটনার ভিত্তিতে পরে অভিযোগ দায়ের হলে গ্রেফতার করা হয় তাঁকে।