দার্জিলিংয়ের ঘুম স্টেশনে ঘটলো এক সাংঘাতিক ঘটনা

ঘুম স্টেশনে লাইনচ্যুত হল যাত্রী বোঝাই টয়ট্রেন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

শুভঙ্কর, দার্জিলিং: বিপদ কখন, কোন সময় আসে, কেউ বলতে পারেনা। কাউকে না বলেই আসে। আর যখন আসে মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে চলে যায়। জীবন যতোই হোক না কঠিন, আনন্দ করা অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ। কিন্তু মাঝে মাঝে অতিরিক্ত আনন্দ বা আনন্দ করার মুহূর্তে দর্শন দেয় বিপদ। যদি আপনার কপাল ভালো হয়, তাহলে সেই ঝড় কাটিয়ে আপনি বাঁচতে পারবেন। আর যদি না হয়, তাহলে সেটাই হয়তো আপনার পৃথিবীতে শেষদিন হবে। তবে যেই ঘটনাটি এখানে আমরা তুলে ধরতে চলেছি, সেটা ঠিক ‘রাখে হরি মারে কে’ এর মতো ব্যাপার। জানতে চান কি এমন ঘটনা? কিসের বিপদ? কিভাবে সম্ভব? তাহলে চলুন জেনে নেওয়া যাক ঘটনাটা।

ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের দার্জিলিং জেলায়। ঘুম স্টেশনে লাইনচ্যুত হয়ে গেল টয় ট্রেন। স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে লোকেরা ও যাত্রীরা। এই ঘটনা দেখে তারা পরপর সফর বাতিল করা শুরু করেন। দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার সকালে দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিলো টয় ট্রেনটি। ঘুম স্টেশন থেকে কিছুটা এগোতেই তার ইঞ্জিন লাইনচ্যুত হয়।

Darjeeling,Toy train,ghum station

ট্রেনে থাকা এক যাত্রীর বক্তব্য, “সত্যিই ভয় পেয়ে গিয়েছি। পরিবার নিয়ে এসেছি তো! এখন সড়কপথেই ফেরার সিদ্ধান্ত নিয়েছি।” আরেক পর্যটক বলেন, “এই ঘটনা মোটেই উড়িয়ে দেওয়ার মত নয়। হেরিটেজ টয় ট্রেন মাঝে মধ্যেই লাইনচ্যুত হওয়ার খবর শুনি। কিন্তু এই বার সেটা যে আমাদের সঙ্গেই ঘটবে তা কল্পনাও করতে পারিনি।”তিনি আরও বলেন, “এটা চলতে থাকলে তো টয় ট্রেনের মান কমে যাবে। রেলের কাছে আমাদের অনুরোধ, ব্যবস্থাপনার দিকটা খতিয়ে দেখুন।” এই ঘটনা দিয়ে গেল এক মারাত্মক শিক্ষা। সবার মাথায় রাখা উচিত বিপদ কখনো বলে আসেনা। সুতরাং আমাদের সর্বদা সজাগ এবং সতর্ক থাকা উচিত। আশা করা যাচ্ছে এই ঘটনার পরে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।




Leave a Reply

Back to top button