এবার বিশ্বকাপে টাই হলে চলতে থাকবে সুপার ওভার
চলবে যতক্ষণ না একটা ফলে এসে দাঁড়াচ্ছে।

শুভঙ্কর, ভারতবর্ষ: গতবারের বিশ্বকাপ ইংল্যান্ডবাসীর জন্য হয়েছিল যেমন আনন্দের, তেমনি একই সময় ছিলো লজ্জাজনক। জয় ইংল্যান্ডের হলেও সেটা স্বচ্ছ ছিলোনা। সুপার ওভারে টাই হওয়ায় বেশি চার মারার ভিত্তিতে জয়ী হয়েছিল ইংল্যান্ড। যদিও সেদিন ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন বেন স্টোকস। এই বিশ্রী পদ্ধতিতে জয়ের নিন্দা ও সমালোচনা অনেক ক্রিকেট বিশেষজ্ঞ ও প্রাক্তন ক্রিকেট তারকাদেরও করতে দেখা যায়। আর তার উপর ফ্যান বা ক্রিকেট প্রেমীদের সমালোচনা তো ছিলোই। সব মিলিয়ে জয় ইংল্যান্ডের হলেও সম্মান বেশি পেয়েছিল কেন উইলিয়ামসনের নিউজজিল্যান্ড। তবে সেদিন বেন স্টোকসের সাহসী ও আগ্রাসী ক্রিকেটের প্রশংসাও হয়েছিল প্রচুর।
তবে এবারে আর তেমন কোনোকিছু থাকবেনা। ব্যাপারটা কি? অর্থাৎ সুপার ওভারে টাই হলে আর বেশি বাউন্ডারির ভিত্তিতে ফল নয়। জানা গিয়েছে, সুপার ওভার টাই হলে আবার সুপার ওভার হবে। সেটা টাই হলে আবার সুপার ওভার। এভাবেই চলবে, যতক্ষণ না একটা ফলে এসে দাঁড়াচ্ছে। প্রসঙ্গত, গতবার, অর্থাৎ ২০১৯ বিশ্বকাপের ফাইনালে, প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। ইনিংস শেষে তাদের রান দাঁড়ায় ২৪১। জবাবে রান তাড়া করতে নেমে ইংল্যান্ডও অল আউট হয়ে যায় ২৪১ রানেই।
এরপরই হয় ক্রিকেট দুনিয়ার সেই বিতর্কিত সুপার ওভার। সেখানে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে তোলে ১৫ রান। একই রান করে নিউজিল্যান্ড। শেষে যেহেতু ইংল্যান্ড ২৬টি এবং নিউজিল্যান্ড ১৭টি বাউন্ডারি মেরেছিল, সেই কারণে বেশি বাউন্ডারির ভিত্তিতে জয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে। এই নিয়মের জন্য কটাক্ষের শিকার হয়েছিল আইসিসি। এমনকি কেন উইলিয়ামসন বলেছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘এরকম মুহুর্ত যেনো কারোর জীবনে কোনোদিন না আসে।’ এবার এসেছে নতুন নিয়ম। সুতরাং দেখার বিষয় এটাই যে এই নিয়ম খেলায় কতটা প্রভাব ফেলবে। আর এটাও বড়ো প্রশ্ন যে এই নিয়মের জন্য কি চাপে পড়তে হবে সব দলগুলিকে? প্রথমিকভাবে তো মনে হয়না চাপে পড়বে সবাই।