‘নন্দিনী দির হোটেলের’ কারণে কি অন্য হোটেল গুলির ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে? উত্তর দিলেন স্মার্ট দিদি!
"আমি চাই সকলেই..." অন্য হোটেলগুলির ব্যবসা নিয়ে মুখ খুললেন নন্দিনী দিদি।

পূর্বাশা, হুগলি: বর্তমানে কলকাতার ভাইরাল হোটেলের মধ্যে প্রথমেই আসে ‘নন্দিনী দির’ হোটেল। কলকাতার বিবাদী বাগে অবস্থিত এই ভাতের হোটেলে প্রতিদিন ভিড় জমান শয়ে শয়ে মানুষ। নিরামিষ, আমিষ সমস্ত ধরণের পদই মেলে এখানে। সাধারণ মানুষের কথায় সস্তায় ভালো খাবার পাওয়া যায় নন্দিনী দির হোটেলে। নিত্য দিন এই হোটেলে মানুষের ভিড় যেভাবে জমছে, তাতে কি আশেপাশের হোটেলগুলির ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে? প্রশ্নের উত্তর দিলেন স্মার্ট দিদি নিজেই।
সম্প্রতি এক ইন্টারভিউতে নন্দিনী দি জানিয়েছেন
ব্যবসা কারোরই খারাপ হচ্ছে না। তাঁর হোটেলে যে মানুষেরা খেতে আসছেন না, বা কোনো কারণে ফিরে যাচ্ছেন, তাঁরা অন্য হোটেলগুলিতে ভিড় জমাচ্ছেন। তাই তাঁদের ব্যবসাও যথেষ্ট ঠিকঠাক চলছে। তাছাড়া, নন্দিনী দি জানিয়েছেন, অনেক মানুষ রয়েছেন যাঁরা জীবনের কঠিন সময়ে তাঁর পাশে এসে দাঁড়িয়ে ছিলেন, মোটিভেশন দিয়েছিলেন, সেই সকল মানুষেরা ভালো থাকুক এটাই চান তিনি।
পরিশেষে নন্দিনী দি জানান, সকলকে নিয়ে চলতেই আসল আনন্দ। তাই তিনি চান তাঁর হোটেলে ভিড় থাকার পাশাপাশি তাঁর ভালো চাওয়া মানুষগুলোর হোটেলেও ভিড় থাকুক। মোটকথা কাউকে এগিয়ে বা কাউকে পিছিয়ে রাখতে চান না তিনি। নন্দিনী দির এই সাক্ষাৎকার মন ছুঁয়েছে তাঁর অনুরাগী ও কাছের মানুষদের।