সিনেমা প্রেমীদের জন্য দুর্গাপুজোয় আসছে চারটি বিগ বাজেট সিনেমা

চারটি সিনেমা বাঘা যতীন, দশম অবতার, রক্তবীজ ও জঙ্গলে মিতিন মাসি

শুভঙ্কর, কলকাতা: আর মাত্র কটা সপ্তাহ! তারপরেই আলোয় ছেয়ে যাবে গোটা বাংলার রাজপথ। হ্যাঁ একেবারেই ঠিক ধরেছেন। কিছুদিনের মধ্যেই বাংলায় শুরু হয়ে যাবে দুর্গাপুজো। রাস্তায় জমবে পুজো প্রেমীদের ভিড়। তবে পুজো মানেই কি শুধু রাত জেগে প্যান্ডেল হপিং? অধিকাংশের ক্ষেত্রে তাই হলেও কিছু শ্রেণী আছে যারা প্যান্ডেলের থেকে রেস্তোরাঁ ও সিনেমা হল ঘুরতে বেশি ভালোবাসে। এই পুজোতে সিনেমা প্রেমীদের জন্যও রয়েছে বিশেষ উপহার। এই পুজোয় বাংলার হলে হলে আসতে চলেছে চারটি বিগ বাজেটের বাংলা সিনেমা। জানতে চান সিনেমাগুলির নাম? তাহলে চলুন জেনে নেওয়া যাক সিনেমা প্রেমীদের মন ছুঁতে আসছে কোন চারটি সিনেমা।

Film,Entertainment,Bengali,WB

বাঘা যতীন: এই তালিকায় প্রথমে রয়েছে অরুণ রায় পরিচালিত এবং দীপক অধিকারী, অর্থাৎ দেব, অভিনীত বাঘা যতীন। এই সিনেমাটিতে স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন দেব। সবচেয়ে দারুন ব্যাপার এই সিনেমাটি মুক্তি পাবে বাংলা এবং হিন্দি দুই ভাষায়ই। বাংলা ভাষায় মুক্তি পাবে ১৯ অক্টোবরে এবং হিন্দিতে মুক্তি পাবে ২০ অক্টোবরে। ইতিমধ্যেই এই ছবির প্রি-টিজার হইচই ফেলে দিয়েছে সিনেমা প্রেমীদের মধ্যে।

দশম অবতার: এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত দশম অবতার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য এবং জয়া আহসান। সিনেমাটি একটি থ্রিলার এবং সিরিয়াল কিলিং নিয়ে। এই ছবিটি মুক্তি পেতে চলেছে ১৯ অক্টোবর।

রক্তবীজ: এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত রক্তবীজ। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। এছাড়াও অভিনয় করতে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও সত্যম ভট্টাচার্যকে। শুধু বাংলা ভাষায় নয়, এই ছবিটি হিন্দি, ওড়িয়া ও অসমীয়া ভাষাতেও মুক্তি পাবে। এই ছবিটি মুক্তি পাবে ১৯ অক্টোবর।

জঙ্গলে মিতিন মাসি: এই তালিকায় শেষ নাম অরিন্দম শীলের জঙ্গলে মিতিন মাসি। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কোয়েল মল্লিক। এই সিনেমাটি মুক্তি পাবে ১৮ অক্টোবর।




Leave a Reply

Back to top button