১০০তে পৌঁছালো ভারত! স্বপ্ন সফল দেশবাসীর
১০০ পদকের স্বপ্ন হলো সফল! শেষ দিনে বাজিমাত ভারতীয় খেলোয়াড়দের।

শুভঙ্কর,হ্যংঝু: আজ শনিবার! এশিয়ান গেমস ২০২৩এর শেষ দিন। আর সকাল সকালই দারুণ খবর ভারতীয় ক্রীড়া প্রেমীদের জন্য। হ্যাট্রিক হলো! কিসের হ্যাট্রিক? জানতে চান? সকাল সকাল সোনা জয়ের হ্যাট্রিক করলো ভারত। জোড়া সোনা আসে তিরন্দাজিতে পুরুষ ও মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে। মহিলাদের কবাডি ফাইনালে আয়োজক দেশ চীনকে হারিয়ে ১০০ নম্বর পদক নিজেদের ঝুলিতে তোলে ভারত। এই জয়গুলির সাথে পূরণ হয় ভারতের ১০০ পদকের স্বপ্ন ও লক্ষ্য।
জানা গেছে, এদিন মহিলাদের কবাডি ফাইনালে চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে জয় ভারতের হলেও লড়াইটা ছিল অত্যন্ত কঠিন। ১ পয়েন্টের ব্যবধানে জয় হয় ভারতীয় মহিলাদের। প্রথমার্ধে শুরুটা ভালো হয় ভারতের ১৪-৯ স্কোরে। দ্বিতীয়ার্ধে খেলা জমে যায়। শেষ অবধি চরম পেসারের মুখোমুখি হতে ভারতীয় খেলোয়াড়দের। তবে মাথা ঠান্ডা রেখে জয় ছিনিয়ে নেয় ভারত। অন্যদিকে, পুরুষদের ব্যক্তিগত তিরন্দাজি খেলায় সোনা আসে ভারতের তবে শুধু সোনা নয়, আসে একটি রুপোও। পাশাপাশি মহিলাদের ব্যক্তিগত তিরন্দাজি খেলায়ও আসে সোনা। এই ক্ষেত্রেও শুধু সোনা নয়, সাথে আসে একটি ব্রোঞ্জও।
এই জয় অত্যন্ত খুশি প্রকাশ করেছে দেশবাসী থেকে ক্রিয়া জগতের সঙ্গে যুক্ত সমস্ত খেলোয়াড়রা। এমনকি ১০০ সোনার জয়ের জন্য একটি টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মিনিট খানেক বাদেই শুরু হবে ভারত ও আফগানিস্তানের ক্রিকেট ফাইনাল। এই টুর্নামেন্টে ইতিমধ্যেই দারুণ খেলার প্রদর্শন উপহার দিয়েছেন ভারতের তরুণ ক্রিকেটাররা। নেপাল ও বাংলাদেশের বিরুদ্ধে স্বচ্ছ জয় পেয়ে ফাইনালে উঠেছে ভারত। ইতিমধ্যেই দারুণ ফর্মে রয়েছে যশস্বী জয়েসওয়াল, ঋতুরাজ গায়েকওয়াড় ও তিলক ভার্মার মতো ব্যাটাররা। উল্লেখ্য, স্বপ্ন ও লক্ষ্য দুটোতেই পৌঁছে গেছে ভারত। পৌঁছে গেছে থ্রি ফিগার মার্কে। এবার দেখার বিষয় সংখ্যাটা শেষ অবধি কোথায় গিয়ে থামে। আজ শেষ দিন সুতরাং সবার নজর থাকবে পদক ঝুলির সংখ্যার উপর।