পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে সিবিআইয়ের তল্লাশি অভিযান
সিবিআই এর তল্লাশি অভিযান এবার রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথি চ্যাটার্জীর বাড়িতে। এছাড়াও রানাঘাটের আরও ছয় জায়গাতে তল্লাশি চালাবে সিবিআইয়ের ৪ সদস্য।

শুভঙ্কর, রানাঘাট: পুরো নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। এবার সিবিআইয়ের হানা রানাঘাটে। সিবিআইয়ের ৪ সদস্যের টিম রানাঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রানাঘাট বর্তমান বিজেপি বিধায়ক পার্থসারথি চ্যাটার্জির বাড়িতে তল্লাশি অভিযান চালায়। সপ্তাহের প্রথম দিনেই সাত সকালে বিধায়কের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনী।
পার্থসারথি প্রথমদিকে তৃণমূল কংগ্রেসের হয়ে ছিলেন। তিনি প্রথম ১৫ বছর কংগ্রেসের হয়ে তারপর ১০ বছর তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছেন। ২০১১ সালে তিনি তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়ে ভোটে জয়লাভ করেন। কিন্তু ২০১৬ সালে তিনি ভোটে দাঁড়ালেও জিততে পারেননি। তৃণমূলে থাকার সময় তিনি রানাঘাট পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তারপর তিনি রানাঘাটের বিধায়ক হন। আজ তারই বাড়িতে সিবিআইয়ের হানা। শুধু বাড়িতেই নয়, সূত্র মারফত জানা যাচ্ছে আরও ছয় জায়গায় তল্লাশি চালাবে সিবিআই।
শুধু রানাঘাটেই নয় আরো দু’জায়গায় একই সাথে তল্লাশি চালায় সিবিআইয়ের সদস্যরা। রানাঘাটের পাশাপাশি উলুবেরিয়া ডায়মন্ড হারবারেও সিবিআই তল্লাশি অভিযান চালায়। উলুবেরিয়াতে উলুবেড়িয়ার প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতে হানা দেয় সিবিআই। অন্যদিকে ডায়মন্ড হারবারেও ডায়মন্ড হারবারের প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান মীরা হালদারের বাড়িতেও সিবিআই হানা দেয়। সকাল সকালই উলুবেরিয়াতে অর্জুন সরকারের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা। তার বাড়িতে ৫ সদস্যের এক টিম যায়। অর্জুন সরকার পৌরসভার প্রাক্তন দু’বারের চেয়ারম্যান। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন। এখন দেখার সিবিআই আর কোথায় কোথায় হানা দিয়ে কি কি তথ্য উদ্ধার করেন। এখনো পর্যন্ত সিবিআই তৃণমূলের বিভিন্ন নেতা-মন্ত্রীদের বাড়িতে হানা দিয়েছেন। গতকালই সিবিআই হানা দিয়েছিল মন্ত্রী ও মেয়র ফিরাদ হাকিমের বাড়িতে। এছাড়াও কামারহাটিতেও মদন মিত্রের বাড়িতে গিয়েছিল। এমনকি তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। শুধু এরাই নন, হালিশহরের অংশুমান রায় ,কাঁচরাপাড়ার সুদমা রায়, উত্তর দমদমের সুবোধ চক্রবর্তী এমন অনেকের বাড়িতেই সিবিআই হানা দিয়েছেন।