১) আর কিছুদিনের মধ্যেই শুরু হবে দূর্গোৎসব। এ বছর কলকাতার বিখ্যাত পুজো জগৎ মুখার্জি পার্কের ৮৭ তম বর্ষ।
২) এবছর জগৎ মুখার্জি পার্কের থিম ‘ফুল কুমারী’। শিল্পী পরিমল পাল। বিশালাকার প্যালেটে সাজানো থাকবেন দেবী দূর্গার পরিবার।
৩) জীবনের পথে নানান বাধা বিপত্তির ধারা ফুটে উঠবে প্যান্ডেলে। থাকবে আঁকাবাঁকা সরলরেখা।
৪) মন্ডপে ঢুকতেই দেখতে পাবেন ফুলকুমারীর বিশাল প্রতিকৃতি। সঙ্গে রং-তুলির মিশ্রণ। সবমিলিয়ে চমক দিতে প্রস্তুত জগৎ মুখার্জি পার্ক।
Follow us on
Back to top button