Srabanti quits Bjp : ডিভোর্স বিজেপির সঙ্গে, টুইট মাধ্যমে নিজেই জানালেন দলত্যাগের ঘটনা
বিজেপি ছাড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে নিজেই ঘোষণা করলেন এ কথা। চলতি বছরের নির্বাচনে বেহাল পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের হয়ে প্রার্থী ছিলেন তিনি। ভোটে পরাজিত হন। আর তার পর থেকেই বাড়তে থাকে বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব। অবশেষে আজ দল ছাড়লেন তিনি।
দল ছাড়ার কথা ঘোষণা করে শ্রাবন্তী টুইটে লেখেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’ প্রসঙ্গত, গত সোমবার মুখ্যমন্ত্রীর বিজয় সমাবেশে রুপাঞ্জন মিত্রের মতোই আমন্ত্রিত ছিলেন শ্রাবন্তী। কিন্তু সেখানে তিনি উপস্থিত হননি। আর তাঁর এই অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছিল জল্পনা যে, তিনি হয়তো বিজেপি ছাড়ার কথা ঘোষণা না করে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আসতে চান না। যদিও এই বিষয়ে শ্রাবন্তী নিজে কোনোরকম মন্তব্য করেননি।
Severing all ties with the BJP, the party for which I fought the last state elections.Reason being their lack of initiative and sincerity to further the cause of Bengal…
— Srabanti (@srabantismile) November 11, 2021
একুশের নীলবাড়ি লড়াইয়ের ঠিক আগেই পয়লা মার্চ, বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী হিসাবে নির্বাচন করা হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে। তৃণমূল তরফে তাঁর বিরুদ্ধে দাঁড়ায়, বর্ষীয়ান নেতা পার্থ চট্টোপাধ্যায়। এবং যথারীতি তাঁর কাছে হেরে যান শ্রাবন্তী, তবে এখানেই শেষ নয়! হারের পর জোটে ‘অসম্মান’। কখনো বিরোধী, কখনো আবার নিজের দলের লোকেরাই তাঁকে ঘিরে ধরে, চলে নানা মন্তব্য।
আরও পড়ুন…….“যেন অবিকল মানিকদা-ই!” অনীক দত্তের ‘অপরাজিত’-তে জিতুর প্রথম লুকে অবাক দর্শক মহল
ভোটের ফল প্রকাশের পাওয়ার পর দু’দিন পরে বিজেপি-র প্রবীণ নেতা তথাগত রায় তোপ দাগেন। শ্রাবন্তী, তনুশ্রী চক্রবর্তী এবং পায়েল সরকারকে কেন টিকিট দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কিন্তু সেই প্রশ্নের মধ্যে ‘অপমান’ করার চেষ্টাও নজরে আসে অনেকের। দোলের দিন একটি অনুষ্ঠানে গিয়ে তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে ছবি তোলা নিয়েও কটুক্তি করেন তথাগত রায়। টুইটারে তিনি লিখেছিলেন, “নগরীর নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে?”
ভোটের পর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তাঁর। দলীয় কোনো কর্মসূচিতেও তাঁকে ইদানিং দেখা যেত না। অতঃপর বৃহস্পতিবার দল ছাড়ার কথা ঘোষণা করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।