নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান
এই ম্যাচ ঘিরে দুই দেশের সমর্থক সহ গোটা ক্রিকেট বিশ্বের উত্তেজনা তুঙ্গে।

শুভঙ্কর,আহমেদাবাদ: ক্রিকেট বিশ্বকাপ মানেই যেই ম্যাচগুলি আলোচনায় থাকে, তার মধ্যে একটি ভারত বনাম পাকিস্তান। এই ম্যাচ ঘিরে দুই দেশের সমর্থক সহ গোটা ক্রিকেট বিশ্বের উত্তেজনা থাকে তুঙ্গে। এমনকি এই ম্যাচ দেখতে বাইরের দেশের লোকেরাও ক্রিকেট ময়দানে ভিড় জমায়। যখন কথা হয় কাপ যুদ্ধের, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে ভারতই। বিশেষ করে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপে প্রতিবারই ভারতের হাতে পরাজিত হয়েছে পাক বাহিনী। তাই বিশ্বকাপ এলেই বরাবরই চাপে থাকে পাকিস্তান টিম। এবারেও একটা মানসিক চাপ কাজ করছে পাক শিবিরে।
ইতিমধ্যেই, এই ম্যাচকে নিয়ে টিম ইন্ডিয়া শিবিরে চলছিল প্রথম থেকে পরিকল্পনা। ডেঙ্গুর জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল শুভমান গিলকে প্রথম দুটি ম্যাচে। তাঁর জায়গায় রোহিত শর্মার সাথে ব্যাটিং ওপেন করেছিলেন ঈশান কিষান। অবশেষে এই হাই ভোল্টেজ ম্যাচে তিনি দলে ফিরলেন সুস্থ হয়ে। এছাড়াও ম্যাচের দুদিন আগে টিম ইন্ডিয়া হেড কোচ রাহুল দ্রাবিড় ময়দান পরিদর্শন করেছিলেন এবং পিচ কিউরেটরদের সঙ্গে কথাও বলেছিলেন পিচ সম্বন্ধে। শেষ খবর পাওয়া পর্যন্ত টিম ইন্ডিয়া টসেটিতে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে পাকিস্তানকে। এই মুহূর্তে পাকিস্তানের রান ৯ ওভারে ১ উইকেটে ৪৮ রান। প্যাভিলিয়নে ফিরে গেছেন আব্দুল্লাহ শফিক। উইকেটটি নিয়েছেন মহম্মদ সিরাজ। ক্রিজে রয়েছেন অধিনায়ক বাবর আজম ও ইমাম উল হক।
উল্লেখ্য, এর আগে ক্রিকেট বিশ্বের বড় মঞ্চে যতবারই মুখোমুখি হয়েছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী সবকটি ম্যাচে জিতেছেন ‘মেন ইন ব্লু’। আপাতত ভারত ৭-০ তে এগিয়ে। অর্থাৎ এর আগে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে সাতবার এবং সাতটি ম্যাচই জয় হয়েছে ভারতের। অধিকাংশ ক্ষেত্রেই প্রথমে ব্যাট করে ম্যাচ পকেটে পুড়েছে টিম ইন্ডিয়া। শুধু একবারই রান তাড়া করে ম্যাচ জিতেছে ভারত। সেটি ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে। এবারও প্রায় ২০ বছর বাদে, এই হাই ভোল্টেজ ম্যাচে রান তাড়া করবে টিম ইন্ডিয়া। এবার দেখার বিষয় ম্যাচটি শেষে কে জেতে।