মোদি গড়ে বড় জয় ভারতের, নিজের বৈঠক থেকেই দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
৭ উইকেটে পাকিস্তান বধ করল ভারত। জয়ের সঙ্গে সঙ্গে এল মোদি বার্তা

শুভঙ্কর, গুজরাত: শনিবার মোদি গড় থেকে উঠে এলো ভারতবাসীর জন্য সুখবর। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান উড়ে গেলো রোহিত শর্মারদের ঝড়ে। বড় ব্যবধানে জয় পেল টিম ইন্ডিয়া। একটি নয়, দুটি নয়, একেবারে ৭ উইকেটে ম্যাচ পকেটে পুড়লো মেন ইন ব্লু। এমনই একটি দুর্দান্ত ক্রিকেট ক্রিকেটপ্রেমী সহ গোটা ভারতবর্ষকে উপহার দিল নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এই ম্যাচ জেতার পর সোশ্যাল মিডিয়া জুড়ে ভারতীয় দলের উদ্দেশ্যে আসছে একের পর এক শুভেচ্ছা বার্তা। ক্রীড়া জগতে যেকোনো সাফল্যতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদাই শুভেচ্ছা জানান নিজের এক্স হ্যান্ডেল দিয়ে। এবারেও হল সেটা। রোহিত শর্মা সহ গোটা দলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
যেই সময় টিম ইন্ডিয়া পাকিস্তানকে বধ করে, সেই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন মুম্বাইতে ১৪১ তম আইওসির সমাবেশে। তিনি নিজের বক্তব্য পেশ করার সময় টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান। তাঁর বক্তব্য, “কিছুক্ষণ আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টিম ইন্ডিয়া একটি দুর্দান্ত জয় পেয়েছে। এই জয় গোটা ভারতবর্ষের জয়। তাই আমি এই ঐতিহাসিক জয়ের জন্য শুধু ভারতীয় দলকে নয়, গোটা দেশকে শুভেচ্ছা জানাই।” এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেল থেকেও ট্যুইট করে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানাতে বাদ যাননি। তিনি বলেন, “শুরু থেকে শেষ অবধি শুধু টিম ইন্ডিয়াই। আহমেদাবাদে বড়ো জয়। সাথে দারুন খেলা। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানাই এবং আগামী ম্যাচগুলির জন্য অল দা বেস্ট।”
উল্লেখ্য, শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এই মুহূর্তে বিশ্বকাপ ২০২৩এর টেবিল টপার রোহিত শর্মা বাহিনী। এদিন দুর্দান্ত ক্রিকেটের উপহার দেন ভারতীয় ব্যাটার ও বোলার দু’পক্ষই। এদিন ব্যাট হাতে দুর্দান্ত অর্ধশতরান করেন অধিনায়ক রোহিত শর্মা ও মিডিল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার। অধিনায়ক রোহিত শর্মা ৬৩ বল খেলে করেন ৮৬ রান এবং শ্রেয়াস আইয়ার আর ৬২ বল খেলে করেন ৫৩ রান। ম্যাচের সেরা হন এই মুহূর্তে টিম ইন্ডিয়ার বিধ্বংসী বোলার জাসপ্রিত বুমরাহ। তিনি দুটি উইকেট নেন ১৯ রান দিয়ে এবং বল করেন ৭টি ওভার।